Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা#বিভাগ_কবিতা #কভু_যেন_না_টুটে...#স্বরলিপি #তারিখ_৫_২_২১এ এক গভীর অন্তহীন অপেক্ষা... তুমি কী বোঝ? আমিও কী ছাই বুঝি,বৃক্ষের বুকে হঠাৎ কেন এমন লজ্জাবতীর আকাঙ্খা?উপেক্ষার কাঁটাতারগুলোকে অবাধ্য চোরকাঁটার মতো সয়…

 


#দৈনিক_সেরা_কলম_সম্মাননা

#বিভাগ_কবিতা 

#কভু_যেন_না_টুটে...

#স্বরলিপি 

#তারিখ_৫_২_২১

এ এক গভীর অন্তহীন অপেক্ষা... তুমি কী বোঝ? 

আমিও কী ছাই বুঝি,

বৃক্ষের বুকে হঠাৎ কেন এমন লজ্জাবতীর আকাঙ্খা?

উপেক্ষার কাঁটাতারগুলোকে 

অবাধ্য চোরকাঁটার মতো সয়ে নিচ্ছি...

অভিমানের পারদকে নিম্নগামী করছি বারংবার_

কাজের বিরতিতে স্মৃতির আকাশনীলে

মনকে নিয়ে ভেসে চলছি নিয়মিত, তোমারই অপেক্ষায়।

উচ্চগ্রামী স্বরে এখন থমকাই না আমি'

বরং তোমার জীবনদায়ী হাসি মনে পড়ে যায়_

বিশ্বাসের অটুট ডোরে এক পা-এক পা করে

প্রতীক্ষার দিন গুণে চলেছি, জানি দুজনেই ...

পলকা সেই ডোর যেন অক্ষুণ্ণ থাকে

দুই হৃদয়ের উপকূলে- 

দূরত্বের চোরাবালি নিঃশেষিত হবেই একদিন_

মেঘলা দিনের বৃষ্টি শেষে উঠবেই ঠিক রামধনু;

ততদিন এপাড়-ওপাড় নির্নিমেষ পথ চেয়ে থাকব

দুজনে এভাবেই_

মধ্যবর্তীতে যতই শমনের ঝড় উঠুক,

অলিখিত বন্ধনে পার করে যাব অমানিশার ঘন আঁধার।

উত্তীর্ণ হবই মোরা তরবারির রক্তচক্ষু_

শুধু, মনের ভরসাকে বাঁচিয়ে রেখো প্রতিশ্রুতির ওমে।।