Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রধানমন্ত্রী র জনসভা কে সফল করতে জেলা বিজেপি প্রস্তুত

হলদিয়ার প্রধানমন্ত্রীর জনসভা কে সফল করার জন্য তমলুক সাংগঠনিক জেলা বিজেপির প্রস্তুতি এখন তুঙ্গে।

বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট
আগামী 7ই ফেব্রুয়ারি হলদিয়া সরকারি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর জনসভার জন্য তমলুক সাংগঠনিক জেলা বিজ…

 

হলদিয়ার প্রধানমন্ত্রীর জনসভা কে সফল করার জন্য তমলুক সাংগঠনিক জেলা বিজেপির প্রস্তুতি এখন তুঙ্গে।



বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট


আগামী 7ই ফেব্রুয়ারি হলদিয়া সরকারি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর জনসভার জন্য তমলুক সাংগঠনিক জেলা বিজেপির প্রস্তুতি এখন তুঙ্গে। ইতিমধ্যে বেশ কয়েকবার তমলুক জেলা সাংগঠনিক কার্যালয়ে জেলা স্তরের নেতৃত্বদের নিয়ে বৈঠক ও সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়। এই সাংগঠনিক এলাকার মধ্যেই হলদিয়া পরছে। এখানেই আসছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে হলদিয়া টাউনশিপ হেলিপ্যাড ময়দান এখন সাজ সাজ রব। মাঠের দু'প্রান্তে দুটি মঞ্চ গড়ার কাজ চলছে। আর এই মঞ্চে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তমলুক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়েক এক সাক্ষাৎকারে বলেন এই সাংগঠনিক এলাকার মধ্যে নটি বিধানসভা পড়ছে। পাঁশকুড়া পশ্চিম,পাঁশকুড়া পূর্ব, তমলুক, নন্দকুমার,চন্ডিপুর,মহিষাদল, ময়না, হলদিয়া, নন্দীগ্রাম । হলদিয়া এই সাংগঠনিক এলাকার মধ্যে পড়ছে। এই সাংগঠনিক এলাকার মধ্যে প্রায় 25শ বুথ রয়েছে। প্রত্যেক বুথ থেকে মানুষজন আসবে। এই মর্মে প্রত্যেক মন্ডল সভাপতি কে নির্দেশও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় আগামী 21 সালের নির্বাচনকে সামনে রেখে কি বার্তা আসে তার দিকে তাকিয়ে রয়েছে কর্মী-সমর্থকরা। এই মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীদের পিঠস্থান। স্বাধীনতা সংগ্রামের পিঠস্থান থেকেই প্রধানমন্ত্রীর বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে মনে করছে রাজনৈতিক মহল। জনসভার আগে প্রধানমন্ত্রী হলদিয়া এসে গেইলের ন্যাচারাল গ্যাসের পাইপ লাইন, আইওসির লুব্রিকেটিং অয়েল, বিটিসিএলের এলপিজি টার্মিনাল,ও রানীচকের উড়ালপুল মিলিয়ে মোট4742 কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন। সরকারি ও রাজনৈতিক কর্মসূচি তে প্রধানমন্ত্রীর আসার জন্য জেলা প্রশাসনিক দপ্তরও তৎপর। স্পেশাল প্রোটেকশন গ্রুপ সভাস্থল কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে। জেলাশাসক বিভু গোয়েল, পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সহ পদস্থ অফিসাররা ঘনঘন পরিদর্শন করছে। যে সমস্ত কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন যারা অন্যান্য যানবাহন নিয়ে আসবে তা রাখার ব্যবস্থা প্রশাসন থেকেই ঠিক করে দেওয়া হয়েছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে কেবল এই সাংগঠনিক এলাকা থেকেই নয়, কাঁথি সাংগঠনিক জেলা সহ ভিন্ন স্থান থেকে মানুষজন আসবে বলে ইতিমধ্যেই বার্তা পাওয়া গেছে। সেই সঙ্গে মন্ডল ও শক্তি প্রমুখ এলাকায় নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর জনসভার যোগদান করার জন্য কোনো খামতি রাখতে চাইছেন না বলেও তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মাইতি এক সাক্ষাৎকারে জানান।