Page Nav

HIDE

Post/Page

May 21, 2025

Weather Location

Breaking News:
latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

।।সুনির্মল বসুর কবিতা।।।।একা থাকা।।
খবরে প্রকাশ।।সুনামিতে প্রবল জলের তোড়ে বিজ্ঞান জানা হাজার হাজার মানুষ ভেসে গেলেও,হাতী গুলো দলবদ্ধ থাকার কারণে সহজাত বুদ্ধিতে বেঁচে যায়।
তিনি জাহাজী মানুষ, বলছিলেন,দ্যাখ্,তোর সঙ্গে পার্ক হোটেলের …

 


।।সুনির্মল বসুর কবিতা।।

।।একা থাকা।।


খবরে প্রকাশ।।সুনামিতে প্রবল জলের তোড়ে বিজ্ঞান জানা হাজার হাজার মানুষ ভেসে গেলেও,হাতী গুলো দলবদ্ধ থাকার কারণে সহজাত বুদ্ধিতে বেঁচে যায়।


তিনি জাহাজী মানুষ, বলছিলেন,দ্যাখ্,

তোর সঙ্গে পার্ক হোটেলের সামনে দেখা হোল, আমি কথা বললাম না,অথচ,জাহাজে ইস্তাম্বুল পেরুবার সময় তোর মুখটা মনে পড়লো।

আসলে,সব মানুষ ই একা।

দিনান্তে নদীর উপর দিয়ে যে ক্লান্ত বক বাসায় ফিরছে,আকাশ, বনভূমি ও নদী পেরিয়ে,

সেও নিজের কাছে বড় একা।

পরিবারগুলো এখন অনু পরিবার হয়েছে,

মায়ের আঁচল ধরা ছেলে বিয়ের পরদিন রাম ভক্ত

হনুমানের মতো বৌ ভক্ত হোচছে,

বৌমা আর বোমার মধ্যে ফারাক বোঝা যাচ্ছে না,

একা থাকলে,নাকি ভালো থাকা যায়,

তেমন সুখের খুশবু তো নাকে আসছে না।

পশুপাখি গাছপালা তো একলা থাকে না,

বেড়ে চালাক মানুষ, বিজ্ঞান জানা মানুষ

সুনামির মতো এই ভাঙ্গনের খেলায় ভেসে যাবে নাতো,

বেঁচে যাওয়া হাতী গুলোর কাছে শিক্ষা নিলে মানুষ বেঁচে যেত,

সবজান্তা মানুষকে এটা কে বোঝাবে।