Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপি কে একটিও ভোট নয়" -পোষ্টার তমলুকে

সংযুক্ত কিষান মোর্চা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এসে বিজেপিকে ভোট না দেওয়ার কথা বলেছিলো। আর আজ তমলুক শহরে বেশ কয়েকজন যুবক বিজেপিকে ভোট না দেওয়ার পোস্টার মারছে। সদ্য ইঞ্জিনিয়ারিং, চিকিৎসক পাশ করা যুবক, কলেজের অধ্যাপক সহ কয়ে…

 


সংযুক্ত কিষান মোর্চা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এসে বিজেপিকে ভোট না দেওয়ার কথা বলেছিলো। আর আজ তমলুক শহরে বেশ কয়েকজন যুবক বিজেপিকে ভোট না দেওয়ার পোস্টার মারছে। সদ্য ইঞ্জিনিয়ারিং, চিকিৎসক পাশ করা যুবক, কলেজের অধ্যাপক সহ কয়েকজন যুবক তমলুক শহরের বিভিন্ন এলাকায় পোস্টার মারছে তাতে লেখা রয়েছে "বিজেপি কে একটিও ভোট নয়" এবং ইংরেজিতে লেখা রয়েছে "NO VOTE TO BJP"

পোস্টার গুলিতে রয়েছে ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা।