Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা বিভাগঃ-পদ্য কবিতা শিরোনামঃ- এ বসন্ত বাহারি ✍️ মনোজ ভৌমিক তারিখঃ-০৫/০৩/২০২১
দুয়ার হতে দেখো গো চাহিমেলিয়া যুগল আঁখি, আঙিনা জুড়ে করিছে খেলা প্রকৃতির শত সখী।
কুসুমে কানন ভরিয়াছেঅপরূপ হেরো সজ্জা, কৃষ্ণচূড়া নব অনুরাগেভ…

 


দৈনিক প্রতিযোগিতা 

বিভাগঃ-পদ্য কবিতা

 শিরোনামঃ- এ বসন্ত বাহারি 

✍️ মনোজ ভৌমিক 

তারিখঃ-০৫/০৩/২০২১


দুয়ার হতে দেখো গো চাহি

মেলিয়া যুগল আঁখি, 

আঙিনা জুড়ে করিছে খেলা 

প্রকৃতির শত সখী।


কুসুমে কানন ভরিয়াছে

অপরূপ হেরো সজ্জা, 

কৃষ্ণচূড়া নব অনুরাগে

ভুলিয়াছে নিজ লজ্জা। 


শিমুল পলাশ চঞ্চলমতি 

খুঁজিছে ভ্রমর প্রীতি, 

অশোক কিংশুক মুখরিত 

রঙ ভরা মুখ অতি। 


মহুয়ার বুক উচ্ছাস ভরা

বাতাসে দোলায় মাথা, 

পিয়ালের শাখে ভরেছে মৌ

না আছে বিরহ ব্যথা। 


বকুলের হৃদ কৈশোর মনা

প্রাণে জাগে শিহরণ, 

অলোকে ভূলোকে বড় হিল্লোল 

পুলকিত এ ভুবন।


আপন মনে মত্ত আজিকে 

ও রঙিন প্রজাপতি, 

মনোহরা রঙে সাজিয়াছে

দেখো রিক্তা বনবিথী। 


মঞ্জুরিত আম্রকুঞ্জ হতে

ডাকে দুষ্ট পরভৃত, 

কলির সাথে করিছে খেলা

মৌ পিয়াসী কত শত। 


দখিনা পবন গাহিছে গান 

তনুমন উচাটন, 

পিউ কাঁহা ডাকছে পাপিয়া

প্রেমের জাগরণ। 


এসো সখী, এসো, খেলিব খেলা, 

মন প্রাণ উজাড়ি, 

নয় দেরি নয়,বয়ে যে বেলা

এ বসন্ত বাহারি।