Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সূর্যকে বলতে শুনেছি         প্রদীপ সেন    আগরতলা, ০৯/০৪/২১
দিন শেষে সূর্যের বিদায় নেবার পালা। আসন্ন রাত্তিরে আলোর কী হবে সূর্যের তাতে কোনো দায় নেই। তবুও দুশ্চিন্তা তাড়া করে তাকে। যেতে যেতে পূবাকাশে চোখ ফেলে যদি পূর্ণিমার চাঁদ ওঠে।…

 


সূর্যকে বলতে শুনেছি

         প্রদীপ সেন

    আগরতলা, ০৯/০৪/২১


দিন শেষে সূর্যের বিদায় নেবার পালা। 

আসন্ন রাত্তিরে আলোর কী হবে 

সূর্যের তাতে কোনো দায় নেই। 

তবুও দুশ্চিন্তা তাড়া করে তাকে। 

যেতে যেতে পূবাকাশে চোখ ফেলে 

যদি পূর্ণিমার চাঁদ ওঠে। 

দান তো সূর্যের 

সে দিনের আলোই হোক অথবা রাতের,

ভাষান্তর হয়ে না হয় রৌদ্র থেকে জোছনাই হলো। 

দাতা আর কবেই হয়েছে নামের কাঙাল? 

দান আর গ্রহণের মধ্যিখানে যে প্রতিবন্ধকতা 

তার খেসারত সেই পৃথিবীকেই তো দিতে হয় 

কখনো শুক্ল পক্ষ কখনো বা কৃষ্ণ পক্ষ 

প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া,... অমাবস্যা.... পূর্ণিমা...