সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ কবিতাশিরোনামঃ-সেয়ানা রাজাকলমে -প্রদীপ কুন্ডুতারিখ -১০-০৪-২০২১
পাঁচটা বছর...... পার হয়ে যায়ভোটটা আবার আসে,রাজামশাই......... প্রজার ঘরেছুটে চলে আসে।
ভোট টা তাকে.........দিতে হবেএটাই রাজার দাবি,গলা জড়িয়ে.…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ কবিতা
শিরোনামঃ-সেয়ানা রাজা
কলমে -প্রদীপ কুন্ডু
তারিখ -১০-০৪-২০২১
পাঁচটা বছর...... পার হয়ে যায়
ভোটটা আবার আসে,
রাজামশাই......... প্রজার ঘরে
ছুটে চলে আসে।
ভোট টা তাকে.........দিতে হবে
এটাই রাজার দাবি,
গলা জড়িয়ে....... বলেন হেসে
সকাল সকাল যাবি।
প্রতিশ্রুতি.......... যান যে দিয়ে
রাজামশাই নিজে,
ভোটের পরেই...জ্বলবে আলো
জমবে বরফ ফ্রিজে।
চাকরি হবে............ গাড়ি হবে
থাকবে না আর দুঃখ,
মনে-মনে............ বলেন রাজা
জানি তোরা মূর্খ।