Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বৃহস্পতিবার সকালে মেদিনীপুর  রবীন্দ্র নিলয়ে,রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ষবরণ অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি,যন্ত্রসঙ্গীত, আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বৃহস্পতিবার সকালে মেদিনীপুর  রবীন্দ্র নিলয়ে,রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ষবরণ অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি,যন্ত্রসঙ্গীত, আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা।


বর্ষবরণের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন অঞ্জন শিকদার। উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সভাপতি প্রাক্তন অধ্যাপক জগবন্ধু অধিকারী, সঙ্গীত গুরু জয়ন্ত সাহা, সাহিত্যিক বিদ্যুৎ পাল অন্যান্য সংস্কৃতিপ্রেমী বিশিষ্ট জনেরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্মৃতি সমিতির সঙ্গীত শিক্ষায়তন বিভাগের শিক্ষার্থীরা। 

এদিনের অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন সবিতাব্রত রায়,সৌমিতা রায়, অর্পিতা মিত্র,বনশ্রী চক্রবর্তী,দীপেশ দে,পর্ণমিত্র দাস,অরুনিমা দে,যন্ত্র সঙ্গীত পরিবেশন করেন সায়ন্তন ঘোষ,একক নৃত্যে পরিবেশন করেন সহেলী বেরা খান,স্বস্তি মুখার্জি,ত্রিপর্ণা ভট্টাচার্য, একক আবৃত্তি পরিবেশন করেন অনুভব পাল, চিত্তরঞ্জন দাস,ইন্দ্রানী দাশগুপ্ত,মেখলা মাইতি,তমালী চক্রবর্তী,সমবেত নৃত্য পরিবেশন করেন নটরাজ‌ মিউজিক কলেজ,নৃত্যাঞ্জলী, নৃত্যালয় ডান্স একাডেমী, রূপকম ডান্স একাডেমীর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন পরেশ দাস। গোটা অনুষ্ঠানটি কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হয়।