Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম-মা মাগোকলমে-সীমা চক্রবর্তীতারিখ-11/05/2021💐💐💐💐মা মাগো তোমরা সব মায়েরা ভালো আছো কি?মাতৃ দিবসে মাকে নিয়ে সেলফির ঘনঘটা দেখি।সত্যিই যদি বিশ্ব জুড়ে মায়েরা থাকতো ভালো সর্বদাতবে আমার মতন খুশি অনেকেই হতো,সবাই দিত যদি মর্যাদা।

 


শিরোনাম-মা মাগো

কলমে-সীমা চক্রবর্তী

তারিখ-11/05/2021

💐💐💐💐

মা মাগো তোমরা সব মায়েরা ভালো আছো কি?

মাতৃ দিবসে মাকে নিয়ে সেলফির ঘনঘটা দেখি।

সত্যিই যদি বিশ্ব জুড়ে মায়েরা থাকতো ভালো সর্বদা

তবে আমার মতন খুশি অনেকেই হতো,সবাই দিত যদি মর্যাদা।


কত মায়ের চোখের জলে বালিশ ভেজে দিবা নিশি

জগৎ জুড়ে কত অত্যাচার লাঞ্ছনা এই নাকি বাবা ,মায়ের উপর প্রীতি !

প্লাটফর্ম,কত অচেনা জায়গায় বাবা,মাকে ফেলেরাখে যারা

ঘুরতে যাবার নাম করে আস্তানা দেয় রাস্তায় ,করে অবহেলা কত সন্তানরা।


সেই অপদার্থ সন্তান তোদের কি নেই পাপের ভয়?

জন্মদাত্রী কে রাখার নেই জায়গা, তাই স্থান দিস সিঁড়ির তলায়।

আবার এরাও নাকি সেলফি তুলে মাতৃদিবস করে পালন

বদের লাঠি লোক দেখানোর কিছু চেষ্টা করে করে গোড়েতোলে আলোড়ন।


কত মায়ের বসতি আজ হয়েছে একমাত্র জায়গা 

বৃদ্ধাশ্রম

বুকের ভিতর যন্ত্রনা ওঠে, দেখলে পরে তাদের নিত্য কষ্টের জীবন।

কুলাঙ্গার ছেলে-মেয়ে যারা জেনেরাখা তোদের দরকার

তোদেরও আসবে দিন যেদিন বৃদ্ধাশ্রমে বসে বুক হবে দুঃখে,যন্ত্রনাতে ছারখার।


বাহারী খাবার, দামি শাড়ি দরকার নয় মায়ের,পাক একটু সন্মান

শ্রদ্ধা জ্ঞাপন করুক পুত্র ,কন্যা যেন না করে অসম্মান।

যতই আসুক বিপদ,দুঃখ মনখুলে বলো মাকে

মায়ের মতন মমতাময়ী আর পাবনা খুঁজে কাউকে।


আমাদের যা কিছু ভালো সব বাবা-মায়ের অবদান

চিরতরে হারিয়ে ফেলে তখন লাভ কি দিয়ে মান।

দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝার চেষ্টা করো সকলে

জন্মদায়িনীর মত বিপদের সাহাড়া আর পাবেনা কোনো কালে।