Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপনশিরোনাম :- একাকলমে :- নির্মল বরাটতাং-18/05/2021
আজ আমি ভীষণ একা ;-- আকাশে একটিও নক্ষত্রের দেখা নেই ;--আকাশ ঘন মেঘে ঢাকা ; যখন রাত্রির ঘন কালো রঙ মুঝে গিয়ে,-একটা নতুন সকালের গন্ধ ভাসবে বাতাসে,তখন কে কোথায় থাকবে …

 


সৃষ্টি সাহিত‍্য যাপন

শিরোনাম :- একা

কলমে :- নির্মল বরাট

তাং-18/05/2021


আজ আমি ভীষণ একা ;-- 

আকাশে একটিও নক্ষত্রের দেখা নেই ;--

আকাশ ঘন মেঘে ঢাকা ; 

যখন রাত্রির ঘন কালো রঙ মুঝে গিয়ে,-

একটা নতুন সকালের গন্ধ ভাসবে বাতাসে,

তখন কে কোথায় থাকবে বা কে কে থাকবে তা জানা নেই।


এবং আকাশটাও বোধহয় একা ;--

আকাশের বুকে এই মুহুর্তে মেঘের স্পষ্টত চিহ্ন নেই;-

স্তদ্ধ হয়ে রয়েছে রাত্রির চাকা ;

যখন ঘোর ঘনঘটা কেটে গিয়ে,-

এই আকাশের বুকে চিরন্তনী তাগিদে সূর্য মুচকি হেসে,-

এসে দাঁড়াবে,- এ উঠোনে, তখন পুঞ্জিত অতীত তো থাকবেই ।


পশলা বৃষ্টির কান্নাও কি আজ একা ?

চাতকের অপেক্ষায় থাকার তো কোন খবর নেই ;-

বৃষ্টিভেজা তটে শুধু যন্ত্রণারেই ছবি আঁকা ;

জাহাজ কখন যে গেছে বন্দর পেরিয়ে,-

সে খবর না রাখার বেদনাতে ঝিল্লি মগ্ন মল্লার উদাসে,-

তবুও আমি একা, হয়তো তুমিও একা,- জনারণ‍্যে -রাত্রির গভীর কূজনে মানুষ একা থাকবেই।


যদি কখনো বৃষ্টি ভেজা রাতে তুমি থাকো একা ;-

তোমার চোখে না উঠে ঘুমের কোনো ঢেউ ;-

যদি খোলা জানালায় তোমার চোখে থাকে স্বপ্ন আঁকা ;

আমি আসবো দেখো, হিমেল এক হাওয়া হয়ে,-

তোমাকে ছুঁয়ে যেতে শুধু তোমাকেই ভালোবেসে,-

এই বেলা আমি একা, আকাশ একা আর রাত্রি একা এবং একাকী লহরী বাজবেই।