Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ_কবিতা#শিরোনাম_খুশির_ঈদ#✍️✍️✍️ কানন পটুয়া
আসমানের ঐ আঁচল জুড়ে,           একফালি চাঁদ হাসে রে।সারা মাসের সিয়াম শেষে,        সবে মাতল ঈদুল ফিতরে।
সংযমেরি আগুনে পুড়ে,                     মনটা হল খাঁটি।খো…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগ_কবিতা

#শিরোনাম_খুশির_ঈদ

#✍️✍️✍️ কানন পটুয়া


আসমানের ঐ আঁচল জুড়ে,

           একফালি চাঁদ হাসে রে।

সারা মাসের সিয়াম শেষে,

        সবে মাতল ঈদুল ফিতরে।


সংযমেরি আগুনে পুড়ে,

                     মনটা হল খাঁটি।

খোদার তরে নিবেদিত,

                    দেহের পরিপাটি।


সকল গ্লানি সব ভেদাভেদ,

                 যাক না টুটে যাক।

কোরান শুধুই পাঠ্যেতে নয়,

                   হৃদয় জুড়ে থাক।


বাদশা ফকির এক কাতারে,

       ভিক্ষা মাগি খোদার ঘরে।

ভিক্ষাটা হোক সার্বজনীন,

        না হয় শুধু নিজের তরে।


ফিতরা জাকাত সারাবছর,

            গরিবেরে দাও হে ধনী।

আমার আমার কেন কর,

        সবই খোদার মেহেরবানী।


দূরত্বটা হোক শরীরের,

      নয়তো তা সামাজিকতার।

ঈদের সালামে দৃঢ় হোক,

           সম্পর্কের গভীরতার।