Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন আশাবরী মলয় চ্যাটার্জী ১৪/০৫/২০২১
আমি সেই, নিত্য বোঝপড়া আলোয় গড়ে চলেছি ভালোবাসার ইমারত।যে বলতে পারে,ভালোবাসি তাই সময়ে অসময়ে পেতে ইচ্ছে করে তোমাকেই-  কি দোষ আমার?একান্তে বিভেদের প্রাচীর গুড়িয়ে প্রথম দেখার স্মৃতি…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

আশাবরী 

মলয় চ্যাটার্জী 

১৪/০৫/২০২১


আমি সেই, 

নিত্য বোঝপড়া আলোয় গড়ে চলেছি ভালোবাসার ইমারত।

যে বলতে পারে,

ভালোবাসি তাই সময়ে অসময়ে পেতে ইচ্ছে করে তোমাকেই-  

কি দোষ আমার?

একান্তে বিভেদের প্রাচীর গুড়িয়ে প্রথম দেখার স্মৃতি মেদুরতা নিয়ে পোহাক রাত। 

বুঝেছো?

জানালা রেখেছি খোলা ফুটে উঠুক নিশিপদ্ম, 

আমি বিভোর হবোই।


বিশ্বাস আমার সুচিস্মিতা-

ভালোবাসি তাই গোবি মরুভূমির বুকে ফানুসে ভাসাই অভিমান,

কর্পূরের মত উড়িয়ে দিই মন্দবাসা।

অপসারী রেখায় রেখায় ইন্দ্রজাল বোনা ঘরামী মন, 

সহজেই আবেগের উপরে আবেগ বসিয়ে তৈরী করি ভালোবাসার রঙ মহল; 

বিশ্বাস ভিতে ঈর্ষা জাগানিয়া অন্তঃপুর।


এসো ভালোবাসা -

ঘৃণা কর রক্ত ক্ষরণ, মনের রক্ত ক্ষরণ, জীবনের রক্ত ক্ষরণ, ভালোথাকার রক্ত ক্ষরণ।

ওগুলোকে সরিয়ে ফেলে কথার উপর চাপানো কথা বদলে ফেলি আশাবরী মূর্ছনায়। 


ভালোলাগা চিৎকার করে বলে উঠুক দেখ আমায়, ভাবো আমায়, অনুভব কর আমায়।