Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকলমে : দেবযানী ঘোষালশিরোনাম : মুক্তি 15th May, 2021
প্রত্যেকবার আসতো ওর বাবা।এয়ারপোর্টে আসতো।মেয়েকে ফিরিয়ে দেবার জন্য।ধরে রাখতে পারতো না চোখের জল।শিশুর মত হাউ হাউ করে কাঁদতোএকমাত্র মাকে ফ্লাইটে তুলে দেবার মুহুর্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কলমে : দেবযানী ঘোষাল

শিরোনাম : মুক্তি 

15th May, 2021


প্রত্যেকবার আসতো ওর বাবা।

এয়ারপোর্টে আসতো।

মেয়েকে ফিরিয়ে দেবার জন্য।

ধরে রাখতে পারতো না চোখের জল।

শিশুর মত হাউ হাউ করে কাঁদতো

একমাত্র মাকে ফ্লাইটে তুলে দেবার মুহুর্তে।

এবার আর কাঁদার কেউ নেই।

ফ্লাইটে তুলে দেবারও কেউ নেই।

একা এসেছিল মেয়েটা।

পেসমেকার বসানো বাবার 

হঠাৎ পড়ে যাবার খবর শুনে তড়িঘড়ি।

একজনকেই এ্যালাউ করেছিল সিঙ্গাপুর থেকে আসতে।

এক আকাশ প্রমান ব্যাথা আর শূণ্যতা নিয়ে

ফিরে গেল মেয়েটা।

গোত্রান্তরের পর মেয়েদের সামাল দিতে হয় 

এ বাড়ি ও বাড়ি দুই ই।

আর সামলাতে হবে না এ বাড়ি।

চিরদিনের মত ছুটি দিয়ে দায় মুক্ত করে দিয়ে অনাথ করে চলে গেল তারা।

আপনটুকু নিরাশ্রয়ী হল সে।

এ কেমন মুক্তি??