Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউন ঘোষণা, রাত আটটার পরেও মদ দোকানে ভিড়

রাত্রি ৮টা পরেও তমলুক শহরের মদ দোকান খোলা, কেননা রবিবার থেকে বন্ধ থাকবে মদ দোকান। পুলিশের তাড়া খেলো মদ পিপাসুরা।


 রাজ্য সরকারের নির্দেশ অনুসারে করোনা সংক্রমণ রুখতে রবিবার সকাল ছযটা থেকে লকডাউন শুরু হচ্ছে রাজ্যজুড়ে। তার আগে মদ মজ…

 


রাত্রি ৮টা পরেও তমলুক শহরের মদ দোকান খোলা, কেননা রবিবার থেকে বন্ধ থাকবে মদ দোকান। পুলিশের তাড়া খেলো মদ পিপাসুরা।




 রাজ্য সরকারের নির্দেশ অনুসারে করোনা সংক্রমণ রুখতে রবিবার সকাল ছযটা থেকে লকডাউন শুরু হচ্ছে রাজ্যজুড়ে। তার আগে মদ মজুদ করতে শনিবার সন্ধ্যা থেকেই তমলুক শহরের মদের দোকান গুলোতে লম্বা লাইন।

তমলুক শহরের গৌরীশংকর মোড়, স্টিমার ঘাট সহ অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান গুলোতে দীর্ঘ লাইন দেখা গিয়েছে মদ কিনতে। যাদের মধ্যে করোনা সংক্রমনের বিন্দুমাত্র ভয় ছিল না। রীতিমতো ঠাসাঠাসি ঠেলাঠেলি করেই মদ কিনতে ভিড় দেখা গিয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে তমলুক থানার পুলিশ মদ দোকানগুলিতে এসে হানা দেয়। মদ কিনতে আসা ব্যক্তিরা পুলিশ দেখে ছুটে পালায়। তারই মধ্যে বেশ কয়েকজনকে পুলিশ ধরে ফেলে।


প্রশ্ন উঠছে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বিকেল পাঁচটা টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত দোকান খুলে রাখার কথা। সেক্ষেত্রে রাত্রি আটটা বেজে গেলেও কি করে মদের দোকানগুলো খোলা রাখলো।