.
বিচারশালা ঠিকানাবিহীন, আজ মনুষ্যত্ব ও মানবিকতা যাকনা; হারিয়ে মনুষ্যত্ব কিংবা মানবিকতা,রঙ্গিন স্বপ্ন কিনতে আজ যে টাকা চাই, উচ্চাশা ,অর্থোপার্জন, অর্থব্যয় পাপ কই?থাক তোর মানবতা ,স্বপ্ন কিনতে টাকাই চাই , আপনি বাঁচ…
.
বিচারশালা
ঠিকানাবিহীন, আজ মনুষ্যত্ব ও মানবিকতা
যাকনা; হারিয়ে মনুষ্যত্ব কিংবা মানবিকতা,
রঙ্গিন স্বপ্ন কিনতে আজ যে টাকা চাই,
উচ্চাশা ,অর্থোপার্জন, অর্থব্যয় পাপ কই?
থাক তোর মানবতা ,স্বপ্ন কিনতে টাকাই চাই ,
আপনি বাঁচলে ,বাপের নামের ঠাঁই
রসগোল্লার চেয়েও মিষ্টি,সে টাকার স্বাদ।
তীব্র শ্বাসকষ্টে রসগোল্লায় আসে অবসাদ,
পাশের বাসার খবর ,সে তো আমি জানি না!
হাওয়ায় বিস্তার,কেউ কারো খোঁজ রাখে না।
মানবতা সে অচল,স্বাধ আছে কিন্তু স্বাধ্য নাই।ভিক্ষা করতে যে,ভিক্ষুকের হাত পা থাকা চাই
মা, তুই জন্ম দেওয়ার দাম কত নেবি কেড়ে?
মায়ের নাড়ি ছেড়াধন,মার কলিজা ছিদ্র করে
মায়ের আঁখি ঝরা কান্না,সেকি মায়ের গয়না ?
অশ্রুর দেনা,কাল যাত্রার ধ্বনি শুনতে পাওনা?
বিবেকহীনতার মানদণ্ডে,মনুষ্যত্বের অপঘাতে
ঠাঁই নেই ঠাঁই নেই ,অনন্ত সৃষ্টিকর্তার আদালতে॥
সেইদিন হৃদয় বৃক্ষে মানবতার ফসল ফলবে,
ভারাক্রান্ত কবির কবিতা লেখা সাফল্য পাবে॥
✍ রিংকু পাল চৌধুরী
১৬/৬/২১