Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

(সৃষ্টি সাহিত্য যাপন) প্রতিবাদ তবুও মরে না  ××××××××××××××××××××××××××××××××××××প্রতিবাদ হোক, চায় না। নির্বিরোধী আধিপত্য স্বপ্ন দেখে।তাই প্রতিবাদের পদধ্বনি শুনলে নিজেরা দরজা খোলে না, লাঠি-বল্লম কিম্বা গোলা-গুলি-বারুদ পোষ্যদের লেল…

 


(সৃষ্টি সাহিত্য যাপন)

 প্রতিবাদ তবুও মরে না  ××××××××××××××××××××××××××××××××××××

প্রতিবাদ হোক, চায় না। নির্বিরোধী আধিপত্য স্বপ্ন দেখে।

তাই প্রতিবাদের পদধ্বনি শুনলে নিজেরা দরজা খোলে না, 

লাঠি-বল্লম কিম্বা গোলা-গুলি-বারুদ পোষ্যদের লেলিয়ে দেয়;

তারপর পায়ের উপর পা তুলে চায়ের কাপে আয়েশি চুমুক... 


কেউ বলে অভিনব, কারো কাছে চির পুরাতন দৃশ্য--- 

যারা কড়া নাড়ে তারা ইতিহাস, প্রতিবাদ তবুও মরে না।

====================================

সোমেশ ১৬/০৬/২১