সৃষ্টি সাহিত্য যাপনকবিতা:তুমিগদ্য কবিতাকলমে:পৌষালী সেনগুপ্ততারিখ:16/06/2021
তুমি জীবনে না আসলে,ভালো না বাসলে!তুমি আমার জীবনের হাল না ধরলে,আমায় আপন না করলে!
আমায় মনে না রাখলে?নিজের বাহুডোরে বেঁধে না রাখলে?আমার জীবনে তুমি ওই একটাই প্…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা:তুমি
গদ্য কবিতা
কলমে:পৌষালী সেনগুপ্ত
তারিখ:16/06/2021
তুমি জীবনে না আসলে,
ভালো না বাসলে!
তুমি আমার জীবনের হাল না ধরলে,
আমায় আপন না করলে!
আমায় মনে না রাখলে?
নিজের বাহুডোরে বেঁধে না রাখলে?
আমার জীবনে তুমি ওই একটাই প্রদীপের আগুন!
যার আলোতে আমি আজও দেখি আমার দর্পন!
তুমি ওই একটিই গাছ,
তার ছাওয়ায় আমি নিতে পারি স্বস্তির নিশ্বাস!
তুমি ওই একজন,
যার চরণে সপেছি মোর জীবন!
তুমি আমার জীবনে না এলে,
আমাকে তোমার প্রেম না দিলে!
জীবনশেষে বন্ধুরূপে তোমাকে আমি চাই!
তোমাকে মৃত্যুর আগের দিন অব্দি পাশে যেন আমি পাই!