সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - দূরত্বকলমে - ঝুমা মল্লিক১৬।৬।২০২১
ভালোবাসার রঙ বদলায় কারণে অকারণেসাদা ,কালো মেঘেরা জমি খোঁজে গোপনে ।বারান্দায় তখন এলোমেলো রোদদুপুরের বাতাসে ছিলনা কোন বোধ।সময়ে অসময়ে সন্ধ্যা নামে -মাধবিলতারা ছুঁটে চলে…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - দূরত্ব
কলমে - ঝুমা মল্লিক
১৬।৬।২০২১
ভালোবাসার রঙ বদলায় কারণে অকারণে
সাদা ,কালো মেঘেরা জমি খোঁজে গোপনে ।
বারান্দায় তখন এলোমেলো রোদ
দুপুরের বাতাসে ছিলনা কোন বোধ।
সময়ে অসময়ে সন্ধ্যা নামে -
মাধবিলতারা ছুঁটে চলে নতুন কোন দামে
হারিয়ে যায় যারা তারা ফিরবে না জানি -
কোলাহল রাত্রিদিন
মানুষ ঘুমিয়ে থাকে প্রতিদিন ।
প্রেম কবিতা লেখে
জীবন দেখে -
গাছেরা বড়ো হয়
মানুষ শুধু ছোট হয় ।
ওরা উদ্দেশ্যবিহীন ভাবে হেঁটে চলে।
দূরত্ব বেড়ে চলে ।
শুধু চাঁদ আজো এক জমিতে -