সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
বর্ষা সূচনা *********কলমে : পম্পা বন্দ্যোপাধ্যায়১৬/০৬/২১
আষাঢ়ের প্রথম দিনেবর্ষণ ভেজা প্রাতে,সিক্ত চারিধার অবিশ্রান্তঝরঝর ধারাপাতে।
জলভরা মেঘ গগন ছেয়ে,বাজায় ডমরু গুরু গুরু,ছাড়া পেল আজ বর্ষারানীজল সিঞ্চন শুরু।
…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
বর্ষা সূচনা
*********
কলমে : পম্পা বন্দ্যোপাধ্যায়
১৬/০৬/২১
আষাঢ়ের প্রথম দিনে
বর্ষণ ভেজা প্রাতে,
সিক্ত চারিধার অবিশ্রান্ত
ঝরঝর ধারাপাতে।
জলভরা মেঘ গগন ছেয়ে,
বাজায় ডমরু গুরু গুরু,
ছাড়া পেল আজ বর্ষারানী
জল সিঞ্চন শুরু।
আকাশ পাড়ে মেঘের পুঞ্জ
পরত জমে মেঘের,
অবসান হল দহন বেলা
সাঙ্গ দিন নিদাঘের।
আকাশ জুড়ে মেঘের খেলা
সিক্ততা চরাচরে,
বৃষ্টিপাতের শেষে আকাশে
রামধনু রং ধরে ।
এসো বর্ষা বনলক্ষ্মী
তোমার প্রতীক্ষায়,
খাল বিল বৃক্ষ লতা সব
শীতল হওয়ার আশায়।