সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ :- কবিতা শিরোনাম :-জামাই ষষ্ঠী কাজল কুমার রজক16/6/21মাত্রা বৃত্ত :- 5+5/5+2==================
আম কাঁঠালে ভরা গাছকে দেখতে লাগে বেশ,পাকা ফলের গন্ধে ভরা মোর বাংলা' দে…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ :- কবিতা
শিরোনাম :-জামাই ষষ্ঠী
কাজল কুমার রজক
16/6/21
মাত্রা বৃত্ত :- 5+5/5+2
==================
আম কাঁঠালে ভরা গাছকে
দেখতে লাগে বেশ,
পাকা ফলের গন্ধে ভরা
মোর বাংলা' দেশ।
কত রকম ফল বাজারে
দেখতে মোরা পাই,
হিমসাগর আম খেতেই
দারুণ মজা ভাই ।
আম কাঁঠালে ভরে গিয়েছে
বাড়ির কাছে বন,
পাকা ফলের গন্ধ পেলে
ভরেই ওঠে মন ।
এই সময়ে পাকা ফলেই
জিভেতে আসে জল,
বাজার গেলে দেখতে থাকি
নানা রঙের ফল ।
জামাই আসে শশুর বাড়ি
ষষ্ঠী এলে পড়ে,
আম কাঁঠালে ভর্তি থাকে
সবার ঘরে ঘরে।
বারো মাসই সবার বাড়ি
থাকে নানান ফল,
ফলের রস খেয়েই মোরা
পাই শরীরে বল।
জামাই এসে শাশুড়ি মাকে
দিল নতুন শাড়ি,
ষষ্ঠী এলে জামাই বাবা
আসে মোদের বাড়ি ।
মেয়ে জামাই এলে পরেই
মনটা লাগে বেশ ,
কত কথায় গল্প করি
হয় না বলা শেষ ।
কত রকম রান্না হয়
জামাই বাবা এলে,
মনটা ভারী কষ্ট লাগে
মেয়ে জামাই গেলে
=======================