Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানুষের দাবী জেলা জুড়ে রাস্তায় নামলো বামপন্থী দলসমূহ

*নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..........* মহামারীর সংকটকালে শুধু মাত্র পরিষেবা মূলক কাজ নয় মানুষের প্রয়োজনে, জন-জীবনের জলন্ত সমস্যা গুলিকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ দিবস পালনে সামিল হলো সিপিআইএম সহ সহযোগী বাম দলগুলো। সরকারী উদ্য…

 



*নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..........* মহামারীর সংকটকালে শুধু মাত্র পরিষেবা মূলক কাজ নয় মানুষের প্রয়োজনে, জন-জীবনের জলন্ত সমস্যা গুলিকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ দিবস পালনে সামিল হলো সিপিআইএম সহ সহযোগী বাম দলগুলো। 

সরকারী উদ্যোগে গণ-টীকাকরণ, পরীক্ষা কেন্দ্র বাড়িয়ে করোনা পরীক্ষা 

বহুগুন বৃদ্ধি,কাজ হারানোদের ক্ষতিপূরণ, খাদ্য সুরক্ষা, মাসিক ৩৫ কেজি চাল,গম , আয়কর দেন না এমন সমস্ত পরিবারকে মাসিক ৭৫০০ টাকা অনুদান প্রদান,পেট্রো পণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা সহ অন্যান্য দাবী নিয়ে রবিবার সকালে খড়্গপুর মেদিনীপুর,ঘাটাল, নরায়ণগড় সহ জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল ও সভা হয়। সভাগুলোতে বক্তব্য রাখেন বাম নেতৃবৃন্দ।