Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা- "তোমাকেই-ভাবি"কলমে - ইলা মজুমদার তারিখ - 07/06/2021
মনে করো হঠাৎ তুমি এলে,হুড়মুড়িয়ে বৃষ্টি যেমন আসে...সাগর যেমন নদীকে ভালোবাসে,ভাসালে প্রবল স্রোতের উচ্ছ্বাসে।
যেমন ধরো বনলতার সাথে তুমি,হেঁটে চলেছো বিদর্ভ নগরীর পথ…

 


কবিতা- "তোমাকেই-ভাবি"

কলমে - ইলা মজুমদার 

তারিখ - 07/06/2021


মনে করো হঠাৎ তুমি এলে,

হুড়মুড়িয়ে বৃষ্টি যেমন আসে...

সাগর যেমন নদীকে ভালোবাসে,

ভাসালে প্রবল স্রোতের উচ্ছ্বাসে।


যেমন ধরো বনলতার সাথে তুমি,

হেঁটে চলেছো বিদর্ভ নগরীর পথে।

আমি তখন পদ্মফুলের বিলে,

ভাবছি তোমায় বৃষ্টি-ফোঁটার সাথে।


হঠাৎ তুমি দূর শহরের পথে,

বিষন্ন সন্ধে একলার রেলিং ছোঁয়।

মনে পড়ে যায় প্রথম সেই দেখা,

রাতের টুকরো গল্প হঠাৎ ফুরোয়।


বৃষ্টি নামে ঝমঝমিয়ে আজও,

কান্নাগুলো বুকের মাঝে ফোঁপায়।

দুঃখগুলো চিঠির খামে পুরে...

পাঠাতে পারি তোমার ঠিকানায়।


মনের পাড়ায় স্মৃতির চেনা মিছিল ,

বুকের পাঁজরে অতীত আঁকড়ে বসে।

আদর জমে নিবিড় ভাবে ঠোঁটে...

তোমাকেই ভাবি পুরনো অভ্যেসে।