Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মন মানেনা15/07/21সিমলী চৌধুরী
ঠোঁটকাটা মুখে হয়তো আসেনা তেমন কোনো শব্দগুচ্ছ,ইনিয়ে-বিনিয়ে বাহারি কিছু হয়তো যায়না বলা,দু'একটা শব্দও যে পারে মনকে ভুলিয়েঝেড়ে ফেলে দিতে বরফ জমাট অভিমান,মুহূর্তেই পারে নিভিয়ে দিতে জ্বালামুখীর আগুন।
অভি…

 


মন মানেনা

15/07/21

সিমলী চৌধুরী


ঠোঁটকাটা মুখে হয়তো আসেনা তেমন কোনো শব্দগুচ্ছ,

ইনিয়ে-বিনিয়ে বাহারি কিছু হয়তো যায়না বলা,

দু'একটা শব্দও যে পারে মনকে ভুলিয়ে

ঝেড়ে ফেলে দিতে বরফ জমাট অভিমান,

মুহূর্তেই পারে নিভিয়ে দিতে জ্বালামুখীর আগুন।


অভিষেক করে হয়তো বলা হয়না কখনো, 

তোমার নীরবতা বড্ড অস্থির করে তোলে ----

নিঃশব্দ উপস্থিতি ভেতরটাকে কুরে খায়

কণ্ঠস্বর শোনার ব্যাকুলতা জাগে সকাল-সাঁঝ নিয়মিত,

নিয়মের অনিয়মে চলে পায়চারি গোটা ছাদ জুড়ে।


ছাদবাগানের গুল্মলতার সাথে হয় মিতালি,

নির্বাক ক্যাকটাসের সাথে আলাপচারিতা ---

প্রতীক্ষা-প্রহরও পেরিয়ে যায় আনমনে, 

তবু বলা হয় না, তোমায় খুব মনে পড়ছে গো - - --

খুব,খুব মনে পড়ছে - - - - মন যে মানেনা !


কবি নজরুল স্কুলের স্টাফরুম

দুপুর:01:13