Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

---ভূমির পরে চিতা---কলমে-রশ্মিতা দাসতারিখ-২১.০৭.২০২১
রক্ত-লালে,বিষের নীলেনীলাম্বরী শিখা,অন্ধত্বের বন্ধ মণিপায় না তো তার দেখা.বইছে শুধুই শিরায় কালো.আলোয় শুধু ছ্যাঁকা,সত্য যে তাই আকাশপারেশুধুই মরীচিকা...পাপের কাছায় যেই পড়ে টানউলঙ্গ …

 


---ভূমির পরে চিতা---

কলমে-রশ্মিতা দাস

তারিখ-২১.০৭.২০২১


রক্ত-লালে,বিষের নীলে

নীলাম্বরী শিখা,

অন্ধত্বের বন্ধ মণি

পায় না তো তার দেখা.

বইছে শুধুই শিরায় কালো.

আলোয় শুধু ছ্যাঁকা,

সত্য যে তাই আকাশপারে

শুধুই মরীচিকা...

পাপের কাছায় যেই পড়ে টান

উলঙ্গ তমসা,

ঢাকতে আঁধার টাঙায় ক্রুশে

শৃগালধ্বনির ভাষা.

রক্ত হয়ে ভেজায় ভূমি,

বিবেক শাসায় জোরে,

সহস্রাব্দ স্তব্ধ যে হয়

সে দংশনের জেরে...

পাপের দাবায় জিতিয়ে সেনা

রাজার সে দরবারে,

শুনিয়েছিলেন বাঁচার বাণী

দাঁড়িয়ে সাগরপারে...

আত্মা-প্রদীপ জ্ঞানের আঁচে

জ্বালিয়ে মনুষ্যত্ব,

অগ্নিশিখায় জাগিয়ে আঁখি

চেনায় জীবন তত্ত্ব...

মনন মিছে,জীবন মিছে.

সত্য শুধুই গরল,

শ্মশানভূমির উল্লাসে তাই

রক্তে বিবেক তরল...

ক্রুশের ভারে বিদ্ধ জগৎ

নির্বাক কোণঠাসা,

সক্রেটিসের মৃত্যুনীলে

খুঁজছে মানুষ ভাষা...

দৈবশিখা মৃত্যুফুলে

অমর ভূমিপরে,

পুড়ছে চিতায় মোদের কালো

জন্মান্তর ধরে.