শিরোনাম-ভেজা স্বপনকলমে-মধুমিতা হালদারতারিখ-১৩/৭/২০২১
মেঘলা মনে তোমার সনে যাই হারিয়ে দুর গগনে, মাদল বাউল একতারাটিবাজায় আমার ঘুম স্বপনে।
একলা বসে দিন যাপনেবেজায় খুশি দুই নয়নে, বৃষ্টি ভেজা মাটির টানেচাইবো আমার জগৎ পানে
মনের ভেজা ব্য…
শিরোনাম-ভেজা স্বপন
কলমে-মধুমিতা হালদার
তারিখ-১৩/৭/২০২১
মেঘলা মনে তোমার সনে
যাই হারিয়ে দুর গগনে,
মাদল বাউল একতারাটি
বাজায় আমার ঘুম স্বপনে।
একলা বসে দিন যাপনে
বেজায় খুশি দুই নয়নে,
বৃষ্টি ভেজা মাটির টানে
চাইবো আমার জগৎ পানে
মনের ভেজা ব্যকুল তানে
মিলবো মোরা প্রেমের টানে
দেখবো কুহু কলতানে
সুর বেজে যায় আমার প্রাণে।
রাতে দেখি ব্যাকুল বিহন
বিহ্বল ব্যথা রিক্ত মনে
খুঁজে বেড়াই ঘুমের পরী
সিক্ত চোখের অবগাহনে।
মনের ঘরে স্বপ্ন বুনে
গল্প গড়ি দীন দাহনে
রাতের পুঞ্জ বলছে কানে
ভোর জেগেছে লাল গগনে