Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ      : কবিতা শিরোনাম : নদীর মানে জল আর নারীর মানে শুধুই তুমি..স্থান          : হাজারিবাগ, ঝাড়খন্ড তারিখ      : ১৫/০৭/২০২১======================সৃজনে      :  তা প স  পা ল ======================তুমি আমার কাছে এক দূরতর দ্বীপ..…

 


বিভাগ      : কবিতা 

শিরোনাম : নদীর মানে জল আর নারীর মানে শুধুই তুমি..

স্থান          : হাজারিবাগ, ঝাড়খন্ড 

তারিখ      : ১৫/০৭/২০২১

======================

সৃজনে      :  তা প স  পা ল 

======================

তুমি আমার কাছে এক দূরতর দ্বীপ..

যেখানে তুমি সম্পূর্ণ একা নিজের কাছে নিজে, 

তবুও তা শেষ সত্যি নয়.. 

তুমি কাউকে কোনদিন ভালোবাসনি..কেন ? 

নিরুত্বর তুমি ও তোমার সময়, 

তোমার নিবির ঘন কালো চুলের ভিতর দেখেছি যুগ যুগান্তের সর্বনাশ..

তবুও দুর্নিবার আকর্ষণ টানিছে ,

তবুও নদীর মানে শুধুই বয়ে চলা জল, 

আর নারীর মানে শুধুই তুমি..

আমি জানি আমার এই অন্তর্নিহিত 

ভালোলাগা গুলো সব ভুল, 

আমাকে আর পরে না মনে, 

আমার ভালোলাগা ভোরের শিশির 

তোমায় ভেজায় না আজ আগের মতন, 

একই সাথে ঘুরছি দুরন্ত এই পৃথিবীর ঘুর্ণিপাকে, 

কতটুকু মনে রেখেছি কে কাকে..

ছুটিছে সবাই দৈনন্দিন অ-মৃতের সন্ধানে, 

আকাশ তলে আছি সেটাই অনেক,

জীবন-মরণের সীমানা ছাড়িয়ে..

অনাস্বাদিত ভালোবাসায় পরিতৃপ্তি 

অবচেতন মনের, 

দূরত্বের ব্যবধান যখন কমে যায় জীবনের..