Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#ওগো_আমার_আগমনী#কলমে_তনিমা_সাহা 
মহামায়া সনাতনী শক্তিরূপে গুণময়ী চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রুপঐ বেজে ওঠে শঙ্খ ধ্বনি, মায়ের আগমনী বার্তা নিয়ে আসছেন মা আমাদের মাঝে ।
শরৎ আকাশে পেঁজা তুলোর মতো নীল আভাআর চারিদিকে নতুনের …

 


সৃষ্টি সাহিত্য যাপন

#ওগো_আমার_আগমনী

#কলমে_তনিমা_সাহা 


মহামায়া সনাতনী শক্তিরূপে গুণময়ী 

চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রুপ

ঐ বেজে ওঠে শঙ্খ ধ্বনি, 

মায়ের আগমনী বার্তা নিয়ে 

আসছেন মা আমাদের মাঝে ।


শরৎ আকাশে পেঁজা তুলোর মতো নীল আভা

আর চারিদিকে নতুনের সাজ সাজ রব কানে ভাসছে ।

কাশের বন সাদা হয়ে সেজে উঠেছে 

ভোরের শিউলি ফুলের গন্ধ সুধা বাতাসে উড়ে বেড়ায় 

আর হালকা ঠান্ডা আলতো হাতের কোমল ছোঁয়া 

স্পর্শ করে জাগিয়ে দিয়ে যায় ,

মায়ের আগমনী ।


কচি কাচারা খুব ভোরে শিউলি ফুল সাজি ভরে এনেছে ।

ঠাকুমা পুজো সেরে ফেলেছেন, 

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডী পাঠ 

আর ঠাকুমার মাটির নিকানো তকতকে বারান্দায়

বাজছে মহালয়ার চন্ডী পাঠ;

বহু পরাতন রেডিও তে ঠাকুমার দেওয়া কয়েকটা শিউলি ফুল ।

পাশে জ্বালানো দুটো ধূপকাঠি 

আর বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব ভোরে স্নান সেরে ফেলেছে ।

মন প্রাণ ভরে ডুবে সকলেই আর চন্ডী পাঠ ।


একসঙ্গে বসে মন দিয়ে মহালয়া শুনছে।

মাঝে মধ্যে কয়েকটা প্রশ্ন ভেসে আসছে কানে 

আসলে ওরা এখন খুবই ছোট 

তাই ওরা চন্ডী পাঠ রপ্ত করতে পারলে আর জিজ্ঞেস করবে না ।

কিছু জানার চেষ্টা 


খুব ভোরে ঠাকুরদা গঙ্গায় তর্পণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।

পিতৃপুরুষের উদ্দেশ্যে মোক্ষম ক্ষণে এই তর্পণ,   

যা তিনি প্রতি বারের মত আজও করবেন ।

পিতামহ বরাবর করতেন প্রপিতামহ-প্রপিতামহীর উদ্দেশ্যে ।

করজোড়ে আচমনে বিষ্ণু কে স্মরণ করছেন -


"ওঁ তদ্ বিষ্ণোঃ পরমং 

পদং,সদা পশ্যন্তি সূরয়ঃ ।

দীবিব চক্ষুরা ততং।।

ওঁ বিষ্ণুঃ,ওঁ বিষ্ণুঃ ।"


ঠাকুর দালানে মায়ের মৃন্ময়ী রূপের সাজের অনেকটাই হয়ে গেছে ।

আজ মায়ের চক্ষুদান হবে যে।

নগেন কাকা মন দিয়ে তার গোছগাছ করছে।

চারদিক ঝকঝকে তকতকে ।  

আর নতুনের গন্ধে মাতোয়ারা সকলেই 

মায়ের আগমনে সাজ গোজ নানা রঙে রঙিন সবাই ।


মুখ লুকিয়ে ওরনা ঢেকে চলে যাচ্ছে কে ?

কে ও ??

হাতে ত্রিশূল, পায়ে ঘুঙুর

ও কিসের ইঙ্গিত দিয়ে চলে গেল ? 

ওপাড়ার সুনয়না।

বছর দুই আগে ভালোবাসার নামে নোংরা ফাঁদে পা দিতে রাজি না হওয়ায় 

তার সুন্দর মুখ এসিড ছুঁরে প্রতিশোধ নিয়েছে !

কিছু অসৎ চরিত্রের মুখোশধারী স্বার্থপর ।

আজও সে খুঁজে পায়নি ,

তাদেরকে বধ করে অশুভ শক্তির দমন করতে উদ্যত।


ঐ জানালার ফাঁক দিয়ে হাত নেড়ে নেড়ে কাকে ডাকছেন উনি ?

কে ঐ বুড়িমা ??

উনি রমা দিদা।

ওনার একমাত্র মেয়ে হিয়াকে কিছু ধর্ষক একেবারে শেষ করে ফেলে ।

তার পর থেকে উনি উন্মাদের মতো তার হিয়াকে খুজে বেড়াচ্ছেন ।

ওনাকে বাড়ির লোকজন আটকে রেখেছে, 

নাহলে উনি হিয়ার খোঁজে নিজেকেই একেবারে হারিয়ে ফেলবেন ।  


মা তুমি আমার সন্তানকে রক্ষা করো

ওর জ্বালা যন্ত্রণা দূর করে ওকে মুক্ত করো।

আমি মা হয়ে আর সহ্য করতে পারছি না !

সাহস দাও ,আরও আরও 

লড়াই করবার মত শক্তি দাও।

তুমি জাগো মা ,

তুমি জাগো ।

বাজলো তোমার আলোর বেণু 

মাতালো রে ভূবন। 

শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী 

ওগো আমার আগমনী ।


_________________**********__________________