Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ:- কবিতাশিরোনাম:- তোলপাড়কলমে:- শিবানী চ্যাটার্জ্জীতারিখ:-২৪/১১/২০২১
মনের অগোচরে চলে এখন সবসময় তোলপাড় ব্যস্ত দুনিয়ার মাঝে,শিক্ষিত সভ্য সমাজ যখন শিখর চূড়ায়....মান অভিমান নিয়ে চলছে তখন জবর দখলের লড়াই,…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ:- কবিতা

শিরোনাম:- তোলপাড়

কলমে:- শিবানী চ্যাটার্জ্জী

তারিখ:-২৪/১১/২০২১


মনের অগোচরে চলে এখন সবসময় তোলপাড় ব্যস্ত দুনিয়ার মাঝে,

শিক্ষিত সভ্য সমাজ যখন শিখর চূড়ায়....

মান অভিমান নিয়ে চলছে তখন জবর দখলের লড়াই,

গায়ে ছুঁড়ছে কাদা,মনের আঙিনায় পিচ্ছিল শ্যাওলার আস্তরণের প্রলেপ,

তাই ,এগিয়ে সদর দরজা পর্যন্ত যেতে খেতে হয় বাধা প্রায় কয়েকশো বার,

ঐটুকু গন্ডীর মাঝেই চলে টানাপোড়েনের লড়াই।

রক্ত প্রবাহিত যে ধমনী,শিরা তারাও উপলব্ধি করে এই দ্বন্দ্বকে,

কারণ তাদের গতিবেগ তখন বাড়াতে হয় অনেক।

কে আগে কে পিছে,কে গরীব কে ধনী,কে রাজা কে ফকির,

কার ছেলে ডাক্তার হলো তো কার জামাই হলো ইঞ্জিনিয়ার,

আরে ভাই আগে তো একটু বিশুদ্ধ শ্বাস নিয়ে মনের আঙিনার শ্যাওলা সরিয়ে প্রাণ প্রতিষ্ঠা হোক,

কারণ এতো বেঁচে থেকেও মরার সমান,ডুবে আছি সব অন্ধকারের তলানিতে।

ডিগ্ৰী নিয়ে হবেটা কি?

গ্ৰামে,ঐ হাঁটু পর্যন্ত আধ হাতা ধুতির মানুষটা দড়ির খাটিয়াতে ঘুমের ওষুধ ছাড়াই ঘুমোয়।

আর ঠান্ডা ঘরের মানুষের ঘুম আসে না ওষুধ ছাড়া,

অন্তর্দ্বন্দ্বে রক্তের চাপ,মধুমেহ, অ্যালঝাইমার্স ডিপ্রশন কোনটা বাকি আছে?

সব এক লাইনের সারিতে।

এবার মান অভিমান একটু কমলে কি আসে যায়?

সুন্দর এই পৃথিবীটাকে একটু বাঁচাবার চেষ্টা হোক না,

ডিগ্ৰীর পারদ চড়িয়ে শুধু লাভ কিছু হচ্ছে কি?

তাতে মনের পারদ বাড়ছে বৈ কমছে কোথায়?

আর প্রবাসী সন্তানদের বাবা মার সৎকার করছে পাশের বাড়ির লোক,পাড়ার লোক।

দেশকে চেনাও,দেশকে জানাও।

নিজেরা নিজের হাতে সমাজের গায়ে হাতুড়ি মেরে শেষ করছি তিল তিল করে,

একটু ভাবো সবাই পরবর্তী প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি আমরা,

অদৃষ্ট কখনো দৃষ্ট হয় না,তাই কপাল চাপড়ে বলি

হা অদৃষ্ট!

যা দেখা যায়,যাকে দেখছি তাকে নিয়ে হোক তোলপাড় মনের অগোচরে।

অমরত্ব লাভ যে কেউ কখনো করতে পারে নি কখনো পারবেও না।