Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ_কবিতা#শিরোনাম_শুভদিন_সন্নিকটে#কলমে_অসীম_মজুমদার#তারিখ_০১_০১_২০২২
আচম্বিতে বাঁধন-ছেঁড়া প্রাণ স্থবিরমন-জানলা খুলে নিঃশব্দে দেখে চারপাশ, আপন ভাবে যারা, এসে দাঁড়ায় মন-জানালায়দেওয়া নেওয়ার জগতে, বাকিটুক…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগ_কবিতা

#শিরোনাম_শুভদিন_সন্নিকটে

#কলমে_অসীম_মজুমদার

#তারিখ_০১_০১_২০২২


আচম্বিতে বাঁধন-ছেঁড়া প্রাণ স্থবির

মন-জানলা খুলে নিঃশব্দে দেখে চারপাশ, 

আপন ভাবে যারা, এসে দাঁড়ায় মন-জানালায়

দেওয়া নেওয়ার জগতে, বাকিটুকু অনুর্বর জমিতে চাষ।


হতাশা যখন জড়ায় শক্ত নাগপাশে

ঋণাত্মক ভাবনা বিচ্ছুরিত হয় কথার ফাঁকে,

চেনা-অচেনায় পরিচিতি যার, ছড়াবে আশার রেণু

নির্বাক নিস্তব্ধতায় পথ চলে একা, অচেনা পথের বাঁকে।


ঋণের বোঝায় নিষ্পেষিত প্রাণ ভীত

শোধরাতে হবে মানবিকতার হিসাব-নিকাশ,

মস্তিষ্ক-কোষে ক্রমাগত আঘাত, ভারসাম্য সঙ্কুলানে

পরিকল্পনা ভাসে দুঃস্বপ্নের স্রোতে, বিধ্বস্ত শুভ বিকাশ।


প্রতি নববর্ষেই আগামী দিনের শপথ

আলোর যাত্রীরা জানে আঁধার যাবেই কেটে,

হতাশার কালো মেঘ জীবন-আকাশে নয় চিরস্থায়ী

প্রতীকী এক ঝলক আলোর বিচ্ছুরণ, শুভদিন সন্নিকটে।