Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
শিরোনাম -ঠিকানাকলমে -ঝুমা মল্লিক27/1/2022
কেন তুমি চলে গেলেচলে যেতে যেতে, কতদূর গেলে?পাইনি তোমার পথের খোঁজ,ভোজবাজির মতো উবে গেল সবটুকু। নেই ঠিকানা ,তবুও হবেনা জরিমানা ।উড়োচিঠি উড়িয়ে দেবার সাধ হয়।তবুও বন্ধ করে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


শিরোনাম -ঠিকানা

কলমে -ঝুমা মল্লিক

27/1/2022


কেন তুমি চলে গেলে

চলে যেতে যেতে, কতদূর গেলে?

পাইনি তোমার পথের খোঁজ,ভোজবাজির মতো উবে গেল সবটুকু। নেই ঠিকানা ,তবুও হবেনা জরিমানা ।

উড়োচিঠি উড়িয়ে দেবার সাধ হয়।

তবুও বন্ধ করেছি দ্বার।


ভালোবাসি,তবুও পথের ধূলোয় বসে গাইবো না গান।

ডাকবো না,আর কোনদিন ডাকবো না ,হয়না অভিমান ।

শূন্যতা বুকে তোমার চোখের দিকে চোখ রাখবো না।

তোমায় চিৎকার করে আর ডাকবো না।


আমি শতো আঘাতে কাঁদবো না।

আমি দুঃখ দিয়ে আর ভাত মাখবো না।

আমি অন্ধ হবো,তবুও তোমায় কোনদিন দেখবো না।


ভালোবাসা ,সে তো রাতের আকাশের তারা।

মন জানে মনের মাঝে ভালোবাসা আজ আত্মহারা 

যারা চলে যায় ,না বলা কথা বলে যায়,

রেখে যায় শুধু ধূলোবালি,তাই দিয়ে রঙমশাল জ্বালাই।