Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামনবমীতে পাইকারাতে অষ্টপ্রহর হরিনাম

রাম নবমীকে সামনে রেখে পাইকারা পুর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় এক বিশাল অষ্টপ্রহর ব্যাপী হরিনাম, যোজ্ঞ ও অন্নভোগের আয়োজন করা হয়েছিল আজ মহাপ্রভু কে আনয়নের মধ্যে দিয়ে তার শুভ সূচনা ঘটলো আজ বিকেল ৪ ঘটিকায়, বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে …

 


রাম নবমীকে সামনে রেখে পাইকারা পুর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় এক বিশাল অষ্টপ্রহর ব্যাপী হরিনাম, যোজ্ঞ ও অন্নভোগের আয়োজন করা হয়েছিল আজ মহাপ্রভু কে আনয়নের মধ্যে দিয়ে তার শুভ সূচনা ঘটলো আজ বিকেল ৪ ঘটিকায়, বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে , খোল করতাল, আদিবাসী মহিলাদের সংস্কৃতি নৃত্য, গ্রামের মহিলাদের সারিবদ্ধ শঙ্ক্ষ বাদনের মধ্য মহাপ্রভু কে পাইকারাপুর হরিমঞ্চে প্রতিস্থাপিত করা হলো। আজ রাত্রি থেকে তিন দিন ব্যাপী এই নাম চলবে , আগামী কাল উপস্থিত থাকবেন বিশিষ্ট কীর্তনীয়া গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, এছাড়াও পরশুদিন হবে নরনারায়ন সেবা হিন্দু মুসলিম নির্বিশেষে প্রায় পাঁচ হাজার মানুষ অন্নগ্রহন করবেন। এই অনুস্ঠাণের অন্যতম সদস্য আশীষ বাগ জানান এই ধর্মীয় অনুস্ঠানটি গ্রামবাসীদের দীর্ঘ দিনের কামনা ছিল, আজ আমরা করতে পেরে আনন্দীত , শুধু পাইকারা পুর গ্রাম না পার্শ্ববর্তী অন্যান গ্রামের মানুষ ও ভীড় করেছে, এছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অন্নভোগের আয়োজ্ন করা হয়েছে উক্ত অনুস্ঠানে।