Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা সিঁথির সিঁদুর মঞ্জুশ্রী মণ্ডল।১৫/৪/২০২২
সিঁদুর পড়ার সৌভাগ্য সবার কপালে হয় না,অনেকে সিঁদুর এমন পরে দৃষ্টিগোচরে রয় না।দেবদেবী সাক্ষী থাকে সিঁদুর দেওয়ার ক্ষণে,সিঁদুর দেওয়া তখনই হয় মিললে দুটি মনে।
সিঁদুর …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা 

সিঁথির সিঁদুর 

মঞ্জুশ্রী মণ্ডল।

১৫/৪/২০২২


সিঁদুর পড়ার সৌভাগ্য সবার কপালে হয় না,

অনেকে সিঁদুর এমন পরে দৃষ্টিগোচরে রয় না।

দেবদেবী সাক্ষী থাকে সিঁদুর দেওয়ার ক্ষণে,

সিঁদুর দেওয়া তখনই হয় মিললে দুটি মনে।


সিঁদুর দেওয়ার অনুষ্ঠানটি সামাজিকতার বিয়ে,

অমতে বিয়ের অনুষ্ঠানটি দেবস্থানে গিয়ে।

দেবদেবীকে সাক্ষী রেখে সিঁদুর সিঁথিতে ওঠে,

সিঁথিতে পরার সিঁদুর টার মাহাত্ম্য আছে বটে।


সিঁথিতে সিঁদুর পরতে হলে কপাল করা চাই,

সকল নারী সিঁদুর পরার কপাল করে নাই ।

এলার্জি আছে কারোর সিঁদুর লাগালে ত্বকে,

সিঁথিতে সিঁদুর লাগাতে হয় তাই নানা ছকে।


সিঁথিতে থাকলে সিঁদুর তবেই সধবা হয়,

স্বামী তার হলে গত সিঁদুর বিহীন রয়।

সিঁদুর খেলায় সিঁদুর যাপন বড্ড লাগে মেকি,

অন্য সময় কপাল সিঁথি ফাঁকা থাকে দেখি।


আলতা সিঁদুর পরতে পারলে, পারে যোগ্য এও হতে,

শুভ কাজে বিধবা ব্রাত্য যায় সরে কোনমতে।

কপালে সিঁথিতে সিঁদুর দিলে লাগে যেমন ভালো,

পাকা চুলে পরলে সিঁদুর জীবনটা তার আলো।