Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতাশিরোনাম-আবার‌ দেখাকলমে-মাধবী বিশ্বাস
আজ দীর্ঘ ত্রিশটা বছর পর আজ আবার দেখা হল।প্রথম যেদিন দেখা হয়েছিল।সেই দিনের মত আজ ও এক বসন্তের গোধুলী বেলা।সূর্য্যটা ঠিক এখনো ভালো করে অস্ত যায়নি।পলাশ ফুলের মত গোধুলীর স…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা

শিরোনাম-আবার‌ দেখা

কলমে-মাধবী বিশ্বাস


আজ দীর্ঘ ত্রিশটা বছর পর আজ আবার দেখা হল।

প্রথম যেদিন দেখা হয়েছিল।

সেই দিনের মত আজ ও এক বসন্তের গোধুলী বেলা।

সূর্য্যটা ঠিক এখনো ভালো করে অস্ত যায়নি।

পলাশ ফুলের মত গোধুলীর সূর্য্যকে অপরূপ লাগছে।

দুইজন পাশাপাশি হেঁটে গিয়ে বসলাম এক পার্কে রাখা বেঞ্চটাতে।

একে অপরকে দেখতে থাকলাম ভাবলে লাগলাম অনেক কথা।

মনে মনে ভাবছি লোকটার‌ শুধু বয়সের সেথা একটু চেহারাটা ভেঙে গেছে।

বাকি কিছুই বদলায়নি।

সেই সরলতা সেই হাসি সেই মন কেড়ে নেওয়া মায়াবি চোখ।

সেই দিনের একটা ভুল বোঝাবুঝির জন্য আজ আমরা আলাদা।

একে অপরের থেকে দুরে থেকে। কোন মতে স্মৃতির সাহারায় কাটিয়ে চলেছি দিন গুলো।

হঠাৎ প্রশ্ন কেমন আছো তুমি?

আমি বললাম এই তো ভালোই আছি।

সে শুনে বললো আমি ও বেশ ভালোই আছি তবে.................!