Page Nav

HIDE

Post/Page

May 20, 2025

Weather Location

Breaking News:

কর দিতে হবে প্রোমোটারকে

দেবাঞ্জন দাস,১০ মে: এখন থেকেই শহরের কোন বড় ফ্লাটের তৈরির নকশা পুরসভা যদি অনুমোদন করে তাহলে তার পর থেকে সম্পত্তি কর মেটানোর দায়িত্ব থাকবে ওই প্রোমোটারের, একথা জানান মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন ফ্ল্যাট বিক্রি করার পর যিনি ফ…



দেবাঞ্জন দাস,১০ মে: এখন থেকেই শহরের কোন বড় ফ্লাটের তৈরির নকশা পুরসভা যদি অনুমোদন করে তাহলে তার পর থেকে সম্পত্তি কর মেটানোর দায়িত্ব থাকবে ওই প্রোমোটারের, একথা জানান মেয়র ফিরহাদ হাকিম। 

তিনি আরো বলেন ফ্ল্যাট বিক্রি করার পর যিনি ফ্ল্যাট কিনেছেন তার নাম পুরসভার খাতায় নথিভুক্ত করাতে হবে প্রোমোটারকেই। ফ্ল্যাট তৈরি সময় থেকে ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তর পর্যন্ত সমস্ত ট্যাক্স দিতে হবে প্রোমোটারের কে। 


উল্লেখ্য বিভিন্ন জমি মালিকদের এই বিষয় নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে পুরসভায়। তাদের অভিযোগ বাড়তি করের বোঝা টানতে হচ্ছে। 


শনিবার টক টু মেয়র অনুষ্ঠান থেকে মেয়র এ বিষয়ে জানালেন।