Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চার কোটি টাকা ব্যয়ে দেউলিয়া খন্যাডিহি রাস্তার কাজ শুরু করলো পূর্ত দপ্তর

বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়া খন্যাডিহি রাস্তার কাজ বুধবার থেকে পূর্ত দপ্তর শুরু করলো চার কোটি টাকা ব্যয়ে। চলার অযোগ্য এই রাস্তাটির সংস্কারের জন্য রাজনৈতিক দল থেকে শুরু করে অরা…



বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়া খন্যাডিহি রাস্তার কাজ বুধবার থেকে পূর্ত দপ্তর শুরু করলো চার কোটি টাকা ব্যয়ে। চলার অযোগ্য এই রাস্তাটির সংস্কারের জন্য রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে দেখা গেছে । ছয় কিলোমিটার এই রাস্তাটির একদিকে ৬ নম্বর নম্বর জাতীয় সড়ক অন্যদিকে ঘাটাল পাঁশকুড়া রোড এর সঙ্গে যোগাযোগ রয়েছে। এক সময় এই রাস্তা দিয়ে সরকারি বাস চলাচল করতো। বর্তমানে কয়েকটি বেসরকারি বাস চলাচল করছে। সংস্কারের জন্য জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে রাস্তাটি পূর্ণাঙ্গ পিচিং করার জন্য রাজ্য পূর্ত দফতরে একটি স্কিম পাঠায়। টেন্ডার হলেও ওয়ার্ক অর্ডার হচ্ছিল না । দ্রুত কাজ করার লক্ষ্যে পূর্ত দপ্তরের বিভাগীয় দপ্তর ও মন্ত্রী মলয় ঘটক কে স্মারকলিপি দেয় দেউলিয়া খন্যাডিহি রাস্তা উন্নয়ন কমিটি। অবশেষে রাস্তার কাজ শুরুর জন্য এলাকার মানুষ খুশি। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন বহু টালবাহানার পর রাস্তার কাজ শুরু হয়েছে। কৃষিপ্রধান এই রাস্তা দ্রুত সংস্কার করার জন্য দাবি রাখা হচ্ছে। তবে এলাকার মানুষজন বলছে বর্ষা নেমেছে সংস্কারের কাজে বিঘ্ন ঘটবে।