Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

(সৃষ্টি সাহিত্য যাপন)#ভাল_থাকা [১২]
কোলকাতা ঘুরে গেলে একবার ফোনও করলে না ভেবেছিলাম দেখা না হোক একবার অন্তত ফোনে কথা হবে। যাই হোক, তিলত্তমার কোনো খবর পেলে?গিয়েছিলে ওর কাছে ?আমি তো বুঝতে পারছি না ওর কী সমস্যাআমাকেও কিছু ব'লতে…

 


(সৃষ্টি সাহিত্য যাপন)

#ভাল_থাকা [১২]


কোলকাতা ঘুরে গেলে 

একবার ফোনও করলে না 

ভেবেছিলাম দেখা না হোক 

একবার অন্তত ফোনে কথা হবে। 

যাই হোক, তিলত্তমার কোনো খবর পেলে?

গিয়েছিলে ওর কাছে ?

আমি তো বুঝতে পারছি না ওর কী সমস্যা

আমাকেও কিছু ব'লতে পারত 

বেশ তো ভাল চাকরি করছে একটা 

একটাই চিন্তা --- একদম একা থাকে মেয়েটা

কোম্পানীর অত বড় কোয়ার্টার!

একটা মানুষের যে কতরকম চেহারা থাকে!

তুমি ঠিকই ব'লেছিলে 

সেদিন বুঝিনি কিছুই 

আজও ঠিকঠাক বুঝতে পারি না সবকিছু 

আর বুঝেও বা কী লাভ 

কাছে তো যেতেই হয় সময়ে অসময়ে সবার কাছে

আসলে সব মানুষই প্রায় একই রকম 

কোনটা আসল আর কোনটা নকল 

বোঝা খুব দুষ্কর 

নকল ব'লে সত্যিই কী কিছু আছে !

চরিত্রে অনেক শেড থাকে জলরঙে আঁকা

শুধু ক্যানভাস পাল্টে যায় --- একই ছবির শুধু রঙ পাল্টালেই নকল ব'লে মনে হয়

শিল্পী একই থাকে ।

কে শিক্ষিত কে অশিক্ষিত 

কে অর্ধশিক্ষিত আর কোনটা বংশগত মনরোগ

সেসব বুঝতে সময় লাগে 

সারাজীবন চেষ্টা ক'রেও কেউ কেউ বুঝতে পারে না

যে পারে, মানুষ তাকেই চায়, তাকেই ভালোবাসে ;

কার এত সময় আছে সবার সবকিছু চেনার জানার !

কারো নেই 

তবুও মানুষ থাকে একসাথে --- সব সহ্য ক'রে ,

কারণ, এছাড়া উপায় থাকে না

একা হ'য়ে যেতে হয় --- তখন লোকে অহংকারী ভাবে, স্যাডিস্ট ভাবে, আরও কতকিছু ভাবে ।

আমরাও প্রকৃতপক্ষে তাই --- খুব একা

তাই নয় কি? কেউ কী বোঝে আমাদের মন !

বোধহয় না।

তোমার মা বাবা কেমন আছেন দেখলে ?

অনেকদিন যোগাযোগ নেই। 

তুমি কেমন আছো? 

পূজোর ছুটিতে আসছো তো?

আমি অর্ক শশীকে আনতে যাবো 

তুমি এলে দেখা হবে। আর কি লিখবো?

ভাল থেকো।


তোমার চিঠি আজই পেলাম 

কলকাতায় এবং গুরুগ্রামে এত ব্যস্ত ছিলাম যে 

এই অল্প সময়ের ফাঁকে তোমার সঙ্গে আর সেভাবে কথা বলতে পারিনি, দুঃখিত। 

অনেকদিন তোমাকে দেখিনা 

দেখতে ইচ্ছে হচ্ছিল খুব। 

তোমার বইপত্র জামাকাপড় গুছিয়ে রাখতে পারিনা 

তুমি অফিস থেকে ফিরলে চা জল আনতে পারিনা

তোমার গায়ে বিদেশী পারফিউমের গন্ধটা টের পাই 

মুখে ক্লাসিক সিগারেটের গন্ধ 

এখনও কি সিগারেট খাচ্ছো খুব?

এবার ছেড়ে দাও ।

বেশি ভাবনা চিন্তা ক'রোনা 

তুমি গবেষক নও, বোহেমিয়ানও নও 

যে সমস্যা তোমার সমাধানের বাইরে 

সেটা নিয়ে বেশি ভাবলে তোমার কেরিয়ারে তার ছাপ পড়তে পারে 

তোমাকে এখনও অনেকদিন চাকরি করতে হবে ম'নে রেখো অর্ক শশীরা বড় হচ্ছে। 

এবারে আসি আসল কথায় 

তিলত্তমার সাথে দয়াল ব'লে যে ছেলেটার এফেয়ার ছিল, সে কোনরকম যোগাযোগ রাখতে চাইছে না

ফোনও ধরছে না 

আমার মনে হয় ও একটা হীনমন্যতায় ভুগছে 

এম-এ বি-এড পাশ ক'রে একটা সরকারি স্কুলে শিক্ষকতার চাকরির অনেক চেষ্টা করছে 

কিন্তু পাচ্ছে না 

ও কেরানির চাকরি করবে না তিলত্তমা বলছিল 

বাড়ির আর্থিক অবস্থাও ভাল নয় 

দুটো বোন আছে ওর চেয়ে ছোট 

ভূগোলের টিউশন ক'রে আর কত রোজগার !

ইউনিভার্সিটিতে আলাপ এবং প্রেম 

তিলত্তমা গুরুগ্রামে আর থাকতে চাইছে না 

কলকাতায় ফিরে এসে কিছু একটা চাকরির চেষ্টা করবে --- সেরকমই বলছিল --- দয়ালকে ছেড়ে ও থাকতে পারবে না --- খুব দূর্বল প্রকৃতির মেয়ে

অনেক বুঝিয়েছি ওকে ।

তুমি যদি পারো ওকে বোঝাও। 

আমার স্কুল খুলে গেছে। বাচ্ছাদের কিচিরমিচির আমার খুব পছন্দ 

একটা পজেটিভ এনার্জি সবসময় কাজ করে শরীরের ভিতর। 

শরীর তো নয়। এখন তো শুধু মনই প'ড়ে আছে।

ভাল থেকো। চিঠি দিও। 


******

#দীপকমুখোপাধ্যায়

০৪০৭২০২২