Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ- কবিতা শিরোনাম- আর একটিবার কলমে- উৎপল নরেন্দ্র মাইতি ০২/০৭/২০২২ 
ফাগুনের ঝলমলে মিষ্টি বিকেল !  আসেনি তখনো সূর্য ডোবার পালা ;   গঙ্গার পাড়ে গালে হাত দিয়ে একমনে বসে ঢেউ গুনছিলি তুই একটি একটি করে,  উপভোগ করছ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ- কবিতা 

শিরোনাম- আর একটিবার 

কলমে- উৎপল নরেন্দ্র মাইতি 

০২/০৭/২০২২ 


ফাগুনের ঝলমলে মিষ্টি বিকেল !  

আসেনি তখনো সূর্য ডোবার পালা ;   

গঙ্গার পাড়ে গালে হাত দিয়ে একমনে বসে 

ঢেউ গুনছিলি তুই একটি একটি করে,  

উপভোগ করছিলি গাঙে আসা সদ্য জোয়ার । 

কে জানে, জোয়ার বইছিলো হয়তো তোরও হৃদয়ে  

সবার আড়ালে অন্তঃসলিলা হয়ে । 


কৃষ্ণচূড়া পলাশ চাঁদোয়া ধরেছে তোর মাথার ওপর ।  

পাতার ফাঁক দিয়ে লুকোচুরি খেলে আসা মিঠেল রোদে  

ঝলমল করছিলো তোর চাঁদপানা মুখখানা ! 

ফাগুন হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো 

বারবার যখন সরিয়ে দিচ্ছিলি স্নেহের পরশে 

ওড়নাটা টেনে ধরছিলি যখন রোদ্দুর আড়াল করতে

কি অপূর্ব লাগছিলো তোকে ! যেন নববধূ আছে বসে, 

এখনো বাসরের গন্ধ লেগে যার সারা শরীরে !  

চোখ ফেরানো যাচ্ছিলো না তোর থেকে একেবারে ! 


হাসিমাখা মুখে তোর দীপ্ত চোখে 

ফিরে পেয়েছিলাম আমার আমিকে নূতন করে ! 

লাজুক হাসিতে হাতে হাত রেখেছিলি নির্বাক হয়ে ;  

কাঁপা কাঁপা ঠোঁট আর কবিতা ভরা তোর এক চাউনিতে 

কূল ছাপিয়ে আছড়ে পড়ছিলো ঢেউ হৃদয় জুড়ে ! 

স্তব্ধ হয়ে আসছিলো বুকের বাঁ পাশ !   

ফেরাতে পারিনি দৃষ্টি তবু তোর থেকে,  

সাদরে করেছি আমন্ত্রণ তোর চোখে আমার সর্বনাশকে !    


হৃদয়ে যেন একই কথা প্রতিধ্বনিত হচ্ছিলো বারবার...

তোর অমন এক চাউনিতে হৃদয় যদি স্তব্ধ হয় হোক তবে !  

শুধু আরেকটিবার, আর একটিবার জল না ফেলে 

অমনি করেই তাকাস আমার চোখে…  

যখন, নিথর দেহটা উঠোনে শায়িত রবে !


                              *****