Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা শিরোনামঃ নবজন্মকলমে নীলিমা বিশ্বাস পালতারিখ --- ২৩/০৭/২০২২
আমার জন্ম কবে? কোন পথিকের পদচারনায় জীবনের শুরু! সেও হয়তো আজ কালের গহ্বরে তলিয়ে গেছে।   আমি দিব্য বেঁচে আছি,আর আছে আমারি বুকের ওপর দিয়ে দুরন্ত …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা 

শিরোনামঃ নবজন্ম

কলমে নীলিমা বিশ্বাস পাল

তারিখ --- ২৩/০৭/২০২২


আমার জন্ম কবে? কোন পথিকের পদচারনায় জীবনের শুরু! সেও হয়তো আজ কালের গহ্বরে তলিয়ে গেছে।

   আমি দিব্য বেঁচে আছি,আর আছে আমারি বুকের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলা যান, মানুষ, কতো কিছুই না ঘটনার ঘনঘটা।

   মন না থাকলেও মন ছুঁয়ে আছে অনেক কথা --- অনেক স্বপ্ন --- কতো মৃত্যু মিছিল -- আনন্দ হাসি কান্না মিথ্যাচার আর ধ্বংসের কাহিনী।

   এই দীর্ঘ জীবনে অনেকেই আমার বুকে প্রাণ হারিয়েছে, আবার কেউ অন্যের হঠকারিতার শিকার হয়ে ঢলে পড়েছে মৃত্যুর কোলে,তার কেউ হিসেব রাখে নি।

   আমার নরম পরশে বাদ্যি বাজিয়ে নতুন বৌ চলেছে বরের হাত ধরে,কতো ছেলে মেয়ে অপত্য স্নেহের মায়ায় কচি হাতের স্পর্শে বাবার হাত ধরে মেলায় গেছে। ছোট্ট ছেলেমেয়েরা আমার লাল ধূলায় গড়াগড়ি খেয়েছে।

   শীতল লাল মাটির স্পর্শ ধীরে ধীরে ইট পাথর আর পিচের নীচে চাপা পড়ে গেল, আমার শরীর প্রশস্ত করে নতুন নাম রাখলো হাইরোড ।

   শক্ত পাথর আর উতপ্ত কালো পিচ বিছিয়ে মুড়িয়ে দিল সারা শরীর। আমার খুব কষ্ট হয়েছিল, এখনো বুকের মধ্যে চাপা পড়ে আছে বেদনা ভরা কান্না।

   এসব দেখে আর সয়ে ধীরে ধীরে শীর্ণ হয়ে যায়, অসহায় মানুষের রক্তে আমি রেঙে উঠি, আমি রক্তে রঞ্জিত হতে আর চাই না, আমি চাই পরিত্রাণ।