Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়: কবিতাশিরোনাম: তবুও আশা রাখি...কলমে: তনুময় শীল১৯.০৭.২০২২
*****  তবুও আশা রাখি...  *****
রাত জাগা কিছু ফুল অপেক্ষারত।ওরা গান ধরবে সূর্যের নবীনতায়।অন্ধকারে জন্ম বলেই হয়তো ওরা ভেসে যেতে চায় আলোর রঙে।
ভোরের …

 


সৃষ্টি সাহিত্য যাপন


বিষয়: কবিতা

শিরোনাম: তবুও আশা রাখি...

কলমে: তনুময় শীল

১৯.০৭.২০২২


*****  তবুও আশা রাখি...  *****


রাত জাগা কিছু ফুল অপেক্ষারত।

ওরা গান ধরবে সূর্যের নবীনতায়।

অন্ধকারে জন্ম বলেই হয়তো ওরা ভেসে যেতে চায় আলোর রঙে।


ভোরের কুয়াশায় গল্পের শুভারম্ভ।

অস্পষ্ট অবয়ব ---

আলতো হাতের আদুরে ওম করবে প্রাণ প্রতিষ্ঠা,

জীবনের কবিতায়।


একটু পরেই শুরু হবে কোলাহল।

ব্যস্ত জীবনের একঘেয়েমি হিসেব-নিকেশ,

ছুঁড়ে দেবে হাজারো প্রশ্নবাণ।

কমতে থাকা উন্মাদনা ছড়িয়ে দেবে ক্লীবত্ব,

দিনান্তের শীতলতায়।


তবুও আশা রাখি ---


যান্ত্রিক পৃথিবীর স্বপ্নে নেমে আসুক স্নিগ্ধ প্রেম,

ইট কাঠ পাথরের প্রতিযোগিতা একটু জিরিয়ে নিক,

সবুজের সজীবতায়।


ঠিক যেভাবে হেসেছিল ইতিহাস,

সৃষ্টির সূচনায়।

নিযুত শতাব্দী অতীতে।