Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলের তোড়ে বিচ্ছিন্ন ময়না -নন্দকুমার সংযোগকারী সেতু, ভরসা নৌকা

কাঁসাই নদীর উপর ময়না নন্দকুমার সংযোগকারী দীর্ঘ বাসের সেতু জলের তোড়ে ভেসে যায় গতকাল রাতে। যোগাযোগ বিচ্ছিন্ন, ভরসা এখন নৌকা।রবিবার রাতে ময়না- নন্দকুমার সংযোগকারী পুরষাঘাটে কাঁসাই নদীর উপর বাঁশের সেতু ভেঙ্গে ময়না ব্লকের চারটি…

 


কাঁসাই নদীর উপর ময়না নন্দকুমার সংযোগকারী দীর্ঘ বাসের সেতু জলের তোড়ে ভেসে যায় গতকাল রাতে। যোগাযোগ বিচ্ছিন্ন, ভরসা এখন নৌকা।

রবিবার রাতে ময়না- নন্দকুমার সংযোগকারী পুরষাঘাটে কাঁসাই নদীর উপর বাঁশের সেতু ভেঙ্গে ময়না ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত যোগাযোগ বিচ্ছিন্ন। 


পূর্ব মেদিনীপুর জেলায় ময়না ব্লকের কাঁসাই নদীর উপর ময়না ও নন্দকুমার এর মধ্যে যোগাযোগের এক একমাত্র কাঠের সেতু। গতকাল রাতে সেটি জলের চাপে ভেঙ্গে যায়। ফলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন।  


সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে চাকুরীজীবী মানুষ, স্কুল পড়ুয়া, শ্রমজবি মানুষ এবং টোটো চালক ব্যবসায়ী সমস্যার মধ্যে পড়েছেন।

বর্তমানে কোনরকমে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় করে বাইকসহ পারাপার করছেন বহু মানুষ।

জানা যায় এই বাঁশের সেতু উপর দিয়ে দৈনন্দিন প্রায় ৫০০০ হাজারের মতো মানুষ যাতায়াত করে।