Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :    মনেই কাঁদে চাঁদকলমে    :    শক্তিপদ ঘোষতারিখ    :   ২৪ , ০৮ , ২০২২
মন কাঁদে মনের মাঝে মনেই বৃন্দাবন ।মনের নভে মেঘ আসে মেঘেই শ্যামধন ।।শ্যাম নামের বৃষ্টিধারায় আপনি ভেজে রাধা ,দুই প্রাণের মিলনগীতি এক…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :    মনেই কাঁদে চাঁদ

কলমে    :    শক্তিপদ ঘোষ

তারিখ    :   ২৪ , ০৮ , ২০২২


মন কাঁদে মনের মাঝে মনেই বৃন্দাবন ।

মনের নভে মেঘ আসে মেঘেই শ্যামধন ।।

শ্যাম নামের বৃষ্টিধারায় আপনি ভেজে রাধা ,

দুই প্রাণের মিলনগীতি একসুরেই সাধা ;

সেই মন ফেলে মিছে কোথায় করিস অন্বেষণ ?

মনেই বৃন্দাবন।।

মনের নভে চাঁদ হাসে মনেই কাঁদে চাঁদ ,

আপনি ভিজি চোখের ধারায় ঘনায় পরমাদ ;

মনেতেই কুঞ্জ বাঁধা মনেই শ্যাম ও রাই ,

মনেই তুমি আমি , মনযমুনায় দাঁড় বাই ।

পরান পোড়ায় আগুনে , বৃষ্টি ভেজায় গা ,

মনের বীণায় বাঁধা থাকে 'সা' থেকে 'সা' ;

মনেই দুখের আধাআধি সুখের সম্মিলন ।।

মনেই বৃন্দাবন ।।

--------------------------------------------------------------