Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - স্বপ্ন মেখেকলমে - রবীন্দ্রনাথ প্রধানতারিখ- ২৪/০৮/২০২২
ভালো লাগে শাল পিয়ালেরহাওয়ায় দোলা,ভালো লাগে বনবীথিরদুয়ার খোলা।
ভালো লাগে বনের গন্ধ ভেসে আসা,ভালো লাগে গাছের পরেপিঁপড়ে বাসা।
অন্তহীন ঐ বনের শব্দে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - স্বপ্ন মেখে

কলমে - রবীন্দ্রনাথ প্রধান

তারিখ- ২৪/০৮/২০২২


ভালো লাগে শাল পিয়ালের

হাওয়ায় দোলা,

ভালো লাগে বনবীথির

দুয়ার খোলা।


ভালো লাগে বনের গন্ধ 

ভেসে আসা,

ভালো লাগে গাছের পরে

পিঁপড়ে বাসা।


অন্তহীন ঐ বনের শব্দের

একঘেয়েমি,

ভালো লাগার মাঝে যেন

একগুঁয়েমি।


সবুজ পাতার সামিয়ানা 

এতই পুরু,

রবির কিরণ বাধা পেয়ে

ঘোরায় ভুরু।


দিন দুপুরে হাঁটায় যদি

ভীতি এত,

বনের মাঝে রাতে গেলে

ভীতি কত।


দিবস কালে হাতির পিঠে

এসো ঘুরে,

দল বেঁধে ওই রাইনোগুলো

ঘুরছে দূরে।


মজা আর ভয় দুটোই পাবে

ডুয়ার্স গেলে,

মনটা যেন স্বপ্ন মেখে

পাখা মেলে।