Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনামঃ ব্রহ্মাস্ত্র কলমেঃ কনক লতা মন্ডল তারিখঃ ১২/১০/২০২২ খ্রিঃ
উদ্যমে উৎতরিত অম্বরিশ ভেদিয়া স্বর্গের আসন উঠিল কাঁপিয়া, অনিল অনলে ব্যোম মরুৎ ঢালিয়াছে বারি ফুফাইয়া ফাঁপিয়া।অগ্নিতে ঘৃতাহুতি দগ্ধ দহন বহ্নি শিখা…


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনামঃ ব্রহ্মাস্ত্র 

কলমেঃ কনক লতা মন্ডল 

তারিখঃ ১২/১০/২০২২ খ্রিঃ


উদ্যমে উৎতরিত অম্বরিশ ভেদিয়া স্বর্গের আসন উঠিল কাঁপিয়া, 

অনিল অনলে ব্যোম মরুৎ ঢালিয়াছে বারি ফুফাইয়া ফাঁপিয়া।

অগ্নিতে ঘৃতাহুতি দগ্ধ দহন বহ্নি শিখায় উজ্জ্বল ছাপিয়া, 

মারনাস্ত্র প্রভাবিত যুগের হাওয়ায় মারিয়াছে দাপিয়া।

অস্ত্রে সজ্জিত পান্থশালা ঝনঝন শব্দে উঠিছে বাজিয়া,

ঢাল তরোয়াল কালান্তরে হর্ষ বর্ধন পরিশেষে নাট্যমঞ্চে সাজিয়া।

গ্রহ নক্ষত্র ধুমকেতুর আঁছড়ে ছুঁয়েছে 

মনুষ্যত্বের হৃদপিণ্ড, 

জীবাণুঅস্ত্রের কল্যাণে ছড়িয়েছে বিকলাঙ্গ নপুংসক শিরদণ্ড। 

মারিয়াছে ব্রহ্মাস্ত্র রুখিবে বলো কে?

কার বলো সাধ্যি রহিয়াছে রূপান্তরের আবর্বতনে আমূল, 

সলিল সমাধি করিয়াছে প্রভুর নিয়ামক অপ্রত্যাশিত অপ্রতুল।

শিশুর মস্তকহীন ভাসিয়াছে কল্লোলিনীর গাত্রে, 

কাঁদিয়াছে বিশ্বব্রহ্মাণ্ডের সর্বজনের ঝরিয়াছে বারি নেত্রে।

ব্রহ্মাস্ত্র ধরিয়াছে জ্ঞানী গুণী সার্থক বার্তায় চূড়ান্ত সিদ্ধান্ত, 

রুধির গঙ্গায় গন্ধ বিলাইছে,দর্শন করিয়াছে সর্ব ক্লান্ত। 

ঘর্মাক্ত কৃশকায় নিদ্রাহীন কাটিয়াছে গম্ভীর রাত্রির নিস্তব্ধতা, 

বিদীর্ণ অভিলাষে পক্ষান্তরে মরুভূমির প্রান্তরে উদিত আবদ্ধতা।