বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে মজে যাওয়া দেনান খাল দিয়ে জল না বের হওয়ায় সাগরপাড় গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মৌজায় এখনো সমানে জল দাঁড়িয়ে রয়েছে। ৫০০ একর আমন ধানে হাঁটু সমান জল দাঁড়িয়ে…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে মজে যাওয়া দেনান খাল দিয়ে জল না বের হওয়ায় সাগরপাড় গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মৌজায় এখনো সমানে জল দাঁড়িয়ে রয়েছে। ৫০০ একর আমন ধানে হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে বলে খবর। অবিলম্বে ওই জমা জল বের করার দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের নেতৃত্বে কোলাঘাট বিডিও এবং দেনান সেচ দপ্তরে বিক্ষোভ জানালে মঙ্গলবার দপ্তরের এসডিও এলাকা পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন দপ্তরের অন্য আধিকারিক সহ পানীয় পুলশিতা ও সাগরবার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও কৃষক সংগ্রাম পরিষদের নারায়ণ চন্দ্র নায়েক। উল্লেখ করা যায় কোলাঘাট ব্লকের সাগরবাড় আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতে উত্তর সাগরবার, দক্ষিণ সাগরবার, বরদানানকা বরদাবার সহ প্রায় ২০ থেকে ২৫ টি মৌজার জল এই দেনাল খাল দিয়ে রূপনারায়ণে পরে। নিকাশি খাল সংস্কার না হওয়ায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই জল খালে ফেলে খালটি একেবারে মজে গিয়েছে। অবিলম্বে কোলাঘাট তাপবিদ্যুৎকেন্দ্র কে ঐ মজে যাওয়া অংশে সংস্কার করে জল নিকাশির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মান্দারগেছিয়া সুইলিস থেকে দেউলিয়া সুইলিস হয়ে দেহাটি খালের মাধ্যমে রূপনারায়ণের খানিকটা জল বের করার বন্দোবস্ত করতে হবে। সেচ দপ্তরের এসডিও জানান প্রশাসনিকভাবে বিষয়টা নজরে রয়েছে। কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিম্নংশ সংস্কার করে, এ ব্যাপারে ঐ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।।