সৃষ্টি সাহিত্য যাপন ১৯.১১.২২.
এড়িয়ে যাওয়া
কেউ খুঁজেই পেলো নাএ আকুল আশিক কেএমন তো নয় যে প্রেমের ঘাটতি ছিল দুনিয়ায়-এদিকে দিন যে ফুরিয়ে এল ।
কেউ তো শুনতে চাইতোসে সব গূঢ় কথা -যেগুলো শব্দের যোগানই পেলো নাউচ্চারিত হতেঅথচ চতুর্দিকে কত …
সৃষ্টি সাহিত্য যাপন
১৯.১১.২২.
এড়িয়ে যাওয়া
কেউ খুঁজেই পেলো না
এ আকুল আশিক কে
এমন তো নয় যে
প্রেমের ঘাটতি ছিল দুনিয়ায়-
এদিকে দিন যে ফুরিয়ে এল ।
কেউ তো শুনতে চাইতো
সে সব গূঢ় কথা -
যেগুলো শব্দের যোগানই পেলো না
উচ্চারিত হতে
অথচ চতুর্দিকে কত আওয়াজ
চুপ থেকে হারিয়ে গেল সব ।
কেউ তাগাদাই দিলো না
অথচ কত কত ঋণই না চাদ্দিকে
মনে করে শোধই দেওয়া হয়নি ।
ঠিক হল কি চিরখাতক কে
মাপ করে দেওয়া ।
কেউ তো যাদের জীবন ঊষরতার,
কাতর ও ক্ষতবিক্ষত যন্ত্রণায়,
প্রতি পল, যুগ যাদের কাছে ,
সুযোগ মত প্রতিহিংসু হোতো,
এই প্রায় মসৃন জীবনের ওপর-
যার আর সময়ই বা থাকল কই ?
যবনিকা পড়ার সময়ই তো হয়ে এলো
সবাই কেবল এড়িয়েই গেল
খেলায় এলেবেলে রেখে ।
----&*&*&*----