সৃষ্টি সাহিত্যে যাপনশিরোনামঃ সময় বড় নির্দয়।বিষয় কবিতা।কলমে অণিমা গুছাইত।
অভিমানী ডুমুরের পাতা আরেকটিবার পৃথিবীর জল হাওয়ায় নিজেকে ভরিয়ে নেয় শেষ শরতের বেলায়।।
ব্যথা তুর দুটি হাত হাসপাতালের বেডে শুয়ে,, বসে থাকা একে অন্যকে শক…
সৃষ্টি সাহিত্যে যাপন
শিরোনামঃ সময় বড় নির্দয়।
বিষয় কবিতা।
কলমে অণিমা গুছাইত।
অভিমানী ডুমুরের পাতা আরেকটিবার পৃথিবীর জল হাওয়ায় নিজেকে ভরিয়ে নেয় শেষ শরতের বেলায়।।
ব্যথা তুর দুটি হাত হাসপাতালের বেডে শুয়ে
,, বসে থাকা একে অন্যকে শক্ত করেজড়িয়ে ধরে
কত না বলা কথা বলে নিতে চায়
হয়তো যে কথা আর কোনদিন বলা হবে না শোনা হবেনা।
কলমের কালিতে সমনের চিঠি।
শেষ বিকেলের অস্তগামী আলো অধরের চুম্বনে রাঙিয়ে দিতে চায় আকাশ প্রিয়ার বুক।
বর্ষা চলে যাওয়ার আগে
মাটিকে উজাড় করে দিয়ে যেতে চায় বৃষ্টি সুখ।
ওরা সবাই জানে
সময় হয়েছে চলে যাওয়ার।
সময় বড়ো নির্দয়
বুঝে না অভিমান
জানেনা ভালোবাসা
দেখে না লাভ ক্ষতি
মিলিয়ে নেয় শুধু সময়ের হিসেব।