সৃষ্টি সাহিত্য যাপনকবিতা :---হৃদ-মাঝারেকলমে :--বামাপদ মণ্ডলতারিখ:---২০/১১/২০২২
হৃদয় মাঝে মধুর তানে উঠলো বীণা বেজে,হৃদয় বীণার নতুন তার মেতেছে নবরূপে সেজে।
মনপাখি মোর হৃদয় মাঝে দিনরাত্রি আছে জেগে,কুশলের আগমন সে রোজ অন্…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা :---হৃদ-মাঝারে
কলমে :--বামাপদ মণ্ডল
তারিখ:---২০/১১/২০২২
হৃদয় মাঝে মধুর তানে
উঠলো বীণা বেজে,
হৃদয় বীণার নতুন তার
মেতেছে নবরূপে সেজে।
মনপাখি মোর হৃদয় মাঝে
দিনরাত্রি আছে জেগে,
কুশলের আগমন সে রোজ
অন্তর থেকে মাগে।
সুরের মূর্ছনায় তালে তালে
মন আনন্দে আত্মহারা,
আবেগে নৃত্য করে দিবানিশি
হরষে বহে নয়নধারা।
জীবন বীনার তারগুলো সব
হৃদাসনে যতনে রাখে,
ভাবনা চিন্তা অনুভব অনুভূতি
চেতনা আবেগের শাখে।
দুঃখ দৈন ব্যথা ভুলে
সুখের আশা বুকে,
দ্বিধা দ্বন্দ্ব বিদ্বেষ মোর
মননে নাহি থাকে।