নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর : বেনাপুর রাইজিং স্টার ক্লাবের উদ্যোগে এবং বেনাপুর হাইস্কুলের সহযোগিতায় বেনাপুর হাইস্কুল এর মাঠে অনুষ্ঠিত হলো "ইসতিয়াক আনসারী মেমোরিয়াল ট্রফি" একদিনের দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা ।
এই …
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর : বেনাপুর রাইজিং স্টার ক্লাবের উদ্যোগে এবং বেনাপুর হাইস্কুলের সহযোগিতায় বেনাপুর হাইস্কুল এর মাঠে অনুষ্ঠিত হলো "ইসতিয়াক আনসারী মেমোরিয়াল ট্রফি" একদিনের দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা ।
এই প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খড়গপুর ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ মিশ্র ও খড়গপুর লোকাল থানার ও.সি আসিফ সানি । উপস্থিত ছিলেন বেনাপুর হাইস্কুলের প্রধানশিক্ষক সুমন রায়,ক্লাবের সভাপতি চন্দন চক্রবর্তী, সম্পাদক দিব্যেন্দু চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং ক্লাবের অন্যান্য কর্মকতাগণ। জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন,প্রদীপ প্রজ্জ্বলন ও বিদ্যালয়ের ছাত্রী মেঘা বেরার দৃষ্টি নন্দন নৃত্যের মাধ্যমে এদিনের প্রতিযোগিতার সূচনা হয়। উৎসাহ ও উদ্দীপনার সাথে এই খেলাটি বিগত কয়েক বছর ধরে এই মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারে খেলার অন্যতম আকর্ষণ হিসেবে ছিল লাইভ কমেন্ট্রি ও ইউটিউবে লাইভ সম্প্রচার।
রাজ্যের ও রাজ্যের বাইরের একঝাঁক প্রতিশ্রুতিবান খেলোয়াড় এই খেলায় অংশ নেন।মাঠে রাতভর এলাকার প্রায় দশ হাজার দর্শকের উপস্থিতি ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।বিডিও এবং ওসি বিদ্যালয় এবং ক্লাবের যৌথ উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন এবং এইভাবে যুবসমাজকে খেলাধুলা, শরীরচর্চার কাজে এগিয়ে আসার পরামর্শ দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন রায় স্থানীয় এলাকার সম্পদ বিদ্যালয়ের মাঠটির নিয়মিত পরিচর্যার জন্য ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ান ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফির পাশাপাশি নগদ আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়।চ্যাম্পিয়ন হয় হাওড়ার পি পি ইলেভেন ও মেদিনীপুরের জে কে ইলেভেন।