বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটকোলাঘাটের কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে বেশ কয়েকটি বই প্রকাশ করা হল মন্ত্রী ও কবি সাহিত্যিকদের উপস্থিতিতে। এদিন সাহিত্য কক্ষে চলল সাহিত্য প্রদর্শনী, কবিতা পাঠ ,আবৃত…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
কোলাঘাটের কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে বেশ কয়েকটি বই প্রকাশ করা হল মন্ত্রী ও কবি সাহিত্যিকদের উপস্থিতিতে। এদিন সাহিত্য কক্ষে চলল সাহিত্য প্রদর্শনী, কবিতা পাঠ ,আবৃত্তি, সংগীত, আলোচনা সভা, বই প্রকাশ। কক্ষের উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। দেওয়াল লিখন নামক দেওয়াল পত্রিকার পাঁচটি সংখ্যা , ও কবি ও সাহিত্যিক রুমকি দত্তের' অন্তিম আঁচড়' প্রকাশ কোন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। প্রকাশ করা হয় সবিতা চক্রবর্তী ও বিশ্বনাথ কুন্ডুর নির্বাচিত গল্প। প্রশান্ত শেখর ভৌমিকের ব্যতিক্রমী কাব্যগ্রন্থ 'বঙ্গ অঙ্গ' প্রকাশ করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক অমৃত মাইতি, আশিস মিশ্র, মৌলি মাধব ঘটক। অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কবি তাপস বৈদ্য।