বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল। কুচকাওয়াজ এর অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা পুলিশ সুপার অমরনাথ কে। সে…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল। কুচকাওয়াজ এর অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা পুলিশ সুপার অমরনাথ কে। সেই সঙ্গে তমলুক মহাকুমা জুড়ে পালিত হতে দেখা গেল সরকারি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস ও বাগদেবীর আরাধনা। মেঘমুক্ত বাসন্তী আবহাওয়ার মাতঙ্গিনী ব্লক ও কোলাঘাটের বল্লুক নিউ তরুণ সংঘ, গুলুড়িয়া শ্রীরামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতন, কেটিপিপি হাই স্কুল, পয়াগ পুনর্মিলন সংঘ, সহ বিভিন্ন স্থানে দিনটি পালন হতে দেখা যায়। বল্লুক নিউ তরুণ সংঘের ৪৩ তম বর্ষে সারস্বত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার রাজারহাট রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট আত্ম ব্রতানন্দ। সরস্বতী দেবীর আরাধনা রীতি এবং প্রজাতন্ত্র দিবসে প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাব্রতি সুকুমার মাইতি, বিদ্যুৎ কুমার সাহু, সন্দীপ জানা, স্বাতী মাইতি কর। কেটিপিপি হাই স্কুলে পতাকা উত্তোলন করেন কোলাঘাট থার্মেল পাওয়ার প্ল্যান্টের সাধারণ ব্যবস্থাপক দীপঙ্কর দাশগুপ্ত, উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী, মৌসুমী সেনগুপ্ত।